Saturday 17 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যাচেষ্টা মামলা: ৭ দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিক

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১৫:২৩ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৭:৪২

অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে এনে হাজতখানায় রাখা হয়। পরে দুপুর ২টা ৫৫ মিনিটে এজলাসে তোলা হয়। তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে বেইলি রোড দিয়ে যাচ্ছিলেন অভিনেতা সিদ্দিক। এ সময় তাকে আটক করে রমনা থানায় হস্তান্তর করেন কিছু যুবক। পরে মামলা দিয়ে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হন জব্বার আলী হাওলাদার। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন ভুক্তভোগী ভ্যানচালক।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ