ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর, গ্রেফতার ৫
স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১৫:৪৬ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৭:৩০
৩০ এপ্রিল ২০২৫ ১৫:৪৬ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৭:৩০
ঢাকা: রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাস ভাঙচুরের ঘটনায় করা মামলায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) উত্তরা জোনের এসি সাদ্দাম হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাস ভাঙচুর ও শিক্ষার্থীদের ওপর হালার ঘটনায় অজ্ঞাত প্রায় ৬০ জনের নামে মামলা হয়েছে। এরমধ্যেই এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততা থাকায় পাঁচ জনকে আমরা গ্রেফতার করেছি।
এর আগে, মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে টঙ্গী-গাজীপুর রুটের চলাচল করা ক্ষণিকা পরিবহন বাসে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের ড্রাইভারসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বাসে হামলার ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।
সারাবাংলা/এমএইচ/ইআ