Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেয়ারম্যান ও কমিশনার লাঞ্ছিত
বিএসইসি’র ২১ কর্মকর্তাকে বরখাস্তের অফিস আদেশ জারি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ২০:৫১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২১:২৮

ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২১ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত সংস্থার কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (৩০ এপ্রিল) বরখাস্তকৃতদের বিষয়ে আলাদা আলাদা অফিস আদেশ জারি করেছে বিএসইসি।

আদেশে তাদের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মচারী বিধিমালা, ২০২১ এবং সরকারি চাকরি (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিভিন্ন বিধি লংঘনের অভিযোগ আনা হয়েছে।

বরখাস্ত করা কর্মকর্তাদের মধ্যে একজন নির্বাহী পরিচালক, তিনজন পরিচালক, দুইজন অতিরিক্ত পরিচালক, একজন যুগ্ম পরিচালক, ৫ জন উপপরিচালক, ৬ জন সহকারী পরিচালক এবং অনান্য পদে আর তিনজন কর্মচারী রয়েছেন।

উল্লেখ্য, গত ৫ মার্চ বিএসইসি’র চেয়ারম্যান ও কমিশনারদের দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখার ঘটনায় যেসব কর্মকর্তার বিরুদ্ধে গত ৬ মার্চ বিএসইসি মামলা করেছিল, তাদের প্রায় সবাই বরখাস্তের তালিকায় রয়েছেন। মামলায় ১৬ অভিযুক্তদের মধ্যে নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে আগেই বাধ্যতামূরক অবসরে পাঠানো হয়। অন্যদিকে আরেক নির্বাহী পরিচালক মাহবুবুল আলম পদত্যাগ করেন। এছাড়াও মামলার অপর ১৪ আসামীকে বরখাস্ত করার পাশাপাশি মামলার আসামি নন, কিন্তু সিসিটিভিতে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার প্রমাণ পেয়েছে এমন আরও সাতজনকে বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- বিএসইসি’র নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক মো: আবুল হাসান, মো: ফখরুল ইসলাম মজুমদার, আবু রায়হান মো. মোহতাছিন বিল্লাহ, অতিরিক্ত পরিচালক মিরাজ উসি সুন্নাহ ও নজরুল ইসলাম, যুগ্মপরিচালক রাশেদুল আলম, উপপরিচালক বনী ইয়ামিন খান, কাজী মো: আল ইসলাম, শহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, মো: নান্নু ভুঁইয়া, সহকারী পরিচালক জনি হোসেন, আমিনুল হক খান, রায়হান কবীর, সাজ্জাদ হোসেন, আব্দুল বাতেন, মো: তরিকুল ইসলাম। এছাড়াও রয়েছেন, লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী, ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ ও সমীর ঘোষ ।

বিজ্ঞাপন

যেসব অভিযোগের কারণে উল্লিখিত কর্মকর্তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে- কমিশনের ফটকে জোর করে তালা দিয়ে সিসি ক্যামেরা ও ওয়াই-ফাই, কমিশনের লিফট বন্ধ করে দেওয়া; বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে মারাত্মক অরাজকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে গুরুতর জখমের প্রচেষ্টা করা।

প্রসঙ্গত, গত ৫ মার্চ সকালে বিসইসি’র এসব কর্মকর্তারা উল্লিখিত অরাজকতা করায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত করা ২১ জনের মধ্যে ১৬ জনের বিরুদ্ধ গত ৬ মার্চ রাতে বিএসইসি চেয়ারম্যানের গানম্যান মো. আশিকুর রহমান বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলাটি করেন। মামলার ১৬ আসামির মধ্যে একজন নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে এরই মধ্যে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। আরেকজন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম স্বেচ্ছায় অবসরে চলে গেছেন। বাকি ১৪ আসামিকে সাময়িক বরখাস্তের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে, গত ৫ মার্চ বিএসইসি চেয়ারম্যান,কমিশনারদের অবরুদ্ধ করে অরাজকতা তৈরি করেন কমিশনের কর্মকর্তা–কর্মচারীরা। তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী কমিশনের মূল ফটকে তালা দেয়, সিসি ক্যামেরা, ওয়াই-ফাই, কমিশনের লিফট বন্ধ করে দেয় এবং বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে মারাত্মক অরাজকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে গুরুতর জখমের প্রচেষ্টা করে।

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এবং কমিশনার মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখের উপস্থিতিতে কমিশনের নির্ধারিত সভাকক্ষে সভা চলাকালে অভিযুক্তরাসহ আরও কিছু কর্মকর্তা-কর্মচারী কমিশনের সভাকক্ষে জোরপূর্বক ও অনধিকার প্রবেশের মাধ্যমে কমিশনের চেয়ারম্যান ও কমিশনারগণকে অবরুদ্ধ করে বলে তাদের বিরুদ্ধে মামলায় অভিযোগ দায়ের করা হয়েছিল। উল্লেখ্য, বর্তমানে বিএসইসিতে ২৬০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/আরএস

২১ কর্মকর্তা বরখাস্ত বিএসইসি

বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৫ ০০:০৬

আরো

সম্পর্কিত খবর