Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুটির দিনে কর্মতৎপরতা কম, তবুও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
১ মে ২০২৫ ১০:২৪ | আপডেট: ১ মে ২০২৫ ১৪:১২

বায়ুদূষণ।

ঢাকা: মহান মে দিবসের ছুটিতে রাজধানীসহ পুরো দেশ। ব্যস্ততা কমেছে নগরজীবনে। কিন্তু সে অনুযায়ী ঢাকার বাতাস নেই উন্নত। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের তথ্য বলছে প্রতিবেশী ভারতের দুটি শহরকে পেছনে ফেলে বায়ু দূষণে শীর্ষ শহরের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে ঢাকা।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী , ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’। স্কোর ১৯১। আর এই স্কোর নিয়েই দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে ভারতের কলকাতা ও দিল্লি।ক

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টার পর আইকিউএয়ার থেকে এ তথ্য নেওয়া হয়েছে।

আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা গেছে, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা কলকাতায় বায়ুর মানের স্কোর ১৭৪, তৃতীয় স্থানে থাকা দিল্লির স্কোর ১৬৭। ১৬৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কুয়েত সিটি। পঞ্চম স্থানে রয়েছে লাহোর, স্কোর ১৬৩। দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অপর শহরগুলোর বাতাসের মানের স্কোর ১৬২ থেকে ১২৯ এর মধ্যে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। সে হিসেবে রাজধানী ঢাকা আজ ‘অস্বাস্থ্যকর’ তালিকায় আছে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

ঢাকা বায়ু দূষণে শীর্ষে ঢাকা মে দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর