৬৫ তে পদার্পণ করল পাবনা প্রেসক্লাব
১ মে ২০২৫ ১৭:১৮ | আপডেট: ১ মে ২০২৫ ১৭:২০
পাবনা: উৎসব মুখর পরিবেশের ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। পদার্পণ করেছে ৬৫ তে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বর্ণিল রেখেছে সংগঠনটি প্রথম দিনে বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয় ।
বৃহস্পতিবার (১ মে) ৬৫ তে পদার্পণে একটি শোভাযাত্রা প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে কেক কাটা ও আলোচনা সভা।
আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুল আওয়ালসহ প্রেসক্লাবের প্রবীণ ও নবীণ এবং বিভিন্ন গুণীজন উপস্থিত ছিলেন।
এ ছাড়াও তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে সাংস্কৃতিক সন্ধ্যা ও বিভিন্ন স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/এইচআই
৬৫ তে পদার্পণ পাবনা প্রেসক্লাব প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রেসক্লাব