নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি এনসিপির
১ মে ২০২৫ ২১:৩৭
ঢাকা: আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের অধীনে দ্রুত নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১ মে) এক বিবৃতিতে এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘এই ইসি কার ইসি, কী চায়—তা এখন বড় প্রশ্ন। বর্তমান নির্বাচন কমিশনের বক্তব্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে মিলে যাচ্ছে। ফলে এই আইন ও কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
সারোয়ার তুষার আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে অবশ্যই একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করতে হবে, যাতে সব দলের আস্থা থাকে এবং নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত হয়।’
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, ‘শ্রমিক বলে বাক্সবন্দি হবার সুযোগ নেই। আগামীর বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আপনাদের মতামত দিতে হবে। আপনাদের কণ্ঠস্বর হতে হবে রাজনীতিরও অংশ।’
তিনি বলেন, ‘শ্রমিকদের কেবল মে দিবসের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে তাদের রাজনৈতিক অধিকার, মতপ্রকাশ ও সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় যুক্ত করার সময় এসেছে।’
এ সময় এনসিপির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে গণমাধ্যমকর্মীদের লাঞ্ছনা বঞ্চনা থেকে মুক্তি দিন। ভবিষ্যতে তাদের লড়াইয়ে পাশে থাকবে এনসিপি। শ্রমিকরাও লড়াইয়ের প্রস্তুতি নেন।
সারাবাংলা/এফএন/এইচআই