Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী নির্বাচনেই প্রবাসী শ্রমিকদের ভোটাধিকারকে স্বীকৃতি দিতে হবে: হাসনাত

স্টাফ করেসপন্ডেন্ট
১ মে ২০২৫ ২২:৩৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রবাসী শ্রমিকদের ভোটাধিকার প্রসঙ্গে বলেছেন, ক্ষমতা নির্ধারণে পরবর্তী নির্বাচনে যাতে তাদের ভোটের মূল্যায়ন হয়, তা নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনেই প্রবাসী শ্রমিকদের ভোটাধিকারকে স্বীকৃতি দিতে হবে।

বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে শ্রমিক দিবস কেবলই কাগজে-কলমে আছে, কিন্তু প্রতিষ্ঠিত নয়। ক্ষমতায় যেই আসুক, মাথায় রাখতে হবে—নাগরিককে যা দেন তা দয়া নয়, এটা দায়িত্ব।

শ্রমিকদের প্রাপ্য অধিকার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করবো শ্রমিক যেনো তার প্রাপ্য সুযোগ-সুবিধা পায়।’

সারাবাংলা/এফএন/এইচআই

জাতীয় নাগরিক পার্টি প্রবাসী শ্রমিক ভোটাধিকার হাসনাত আবদুল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর