Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২৫ ২২:৫২

সড়ক দুর্ঘটনা। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: জেলার সদর উপজেলায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মনসুরা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে উপজেলার মিজানপুর ইউনিয়নের ধুঞ্চী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনসুরা বেগম মিজানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধুঞ্চী গ্রামের সালাম মন্ডলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শহরের বেঁড়িবাধের রাস্তা পার হয়ে খড়ি আনতে যাচ্ছিলেন মনসুরা বেগম। এ সময় সোনাকান্দরের দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সিফাত মাহমুদ জানান, মনসুরা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘মোটরসাইকেল চালককে স্থানীয়রা আটক করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/পিটিএম

ধাক্কা নারী নিহত মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর