Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১ মে ২০২৫ ২৩:০১

চারজনকে আটক করে বিজিবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ সোহেল রানা (৪০) নামে এক কারবারি ও তিন মাদক সেবনকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।

বৃহস্পতিবার (১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার প্রাগপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— দৌলতপুর উপজেলার প্রাগপুর বাজার এলাকার মৃত আব্দুল গনি ছেলে মাদক চোরাকারবারী সোহেল রানা এবং একই এলাকার মৃত আরমান আলীর ছেলে রফিকুল ইসলাম (৫০), রহিম মন্ডলের ছেলে শাহাদাত হোসেন (৪০) ও ভেগল আলীর এর ছেলে মিলন হোসেন (৪২)। তারা সবাই মাদক সেবনকারী।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে প্রাগপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মাদক চোরাকারবারী সোহেল রানা এর বাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন সেবককারীকে আটক করা হয়েছে।

অন্যদিকে গত ৩০ এপ্রিল রাতে উপজেলার মথুরাপুরে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫ বোতল মদ, ১৭৮ বোতল ফেন্সিডিল এবং সাড়ে ১৮ কেজি গাঁজা জব্দ করে। জব্দ মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিষয়টি দৌলতপুর থানায় মামলা দায়েরের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় অভিযানের নির্দেশনা দেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।

সারাবাংলা/এইচআই

ইয়াবা বিজিবি’র অভিযান মাদকদ্রব্য মাদকদ্রব্য জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর