আজ এনসিপির বিক্ষোভ সমাবেশ
২ মে ২০২৫ ০৯:২৯ | আপডেট: ২ মে ২০২৫ ১৩:০৪
ঢাকা : গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ও এর রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে দেশের আপামর জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
শুক্রবার (২ মে) বিকাল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ফ্যাসিস্ট হাসিনার বিচার ও তার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার (২৬ এপ্রিল) দলের অস্থায়ী কার্যালয়ে চতুর্থ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার (১ মে) রাত ১১ টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ও এর রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দেশের সব মানুষকে অংশগ্রহণের জন্য ভিডিও বার্তায় আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, প্রিয় দেশবাসী এবং বিপ্লবী ছাত্র-জনতা। আপনার জানেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের মাটি থেকে মুজিববাদ নামক ফ্যাসিবাদী মতাদর্শের রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্র-জনতা উৎখাত করে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে দেখছি যে, আওয়ামী লীগের দোসররা এই মাটিতে আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার সাহস পায়।
বর্তমান সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তেমন কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা প্রহণ করা হয়নি। ছাত্র-জনতা বারবার বলে আসছি যে, আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার নৈতিক কোনো অধিকার রাখে না। এজন্য আইনি বন্দবস্ত করতে হবে। আ. লীগ গত দেড় দশক ধরে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে। কয়েকটি গণহত্যার সাথে জড়িত, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হেফাজতে ইসলাম হত্যাকাণ্ড, মোদি বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড। এছাড়া বিরোধী রাজনৈতিক মতাবলম্বীদের গুম খুন ও ক্রসফায়ার এসব কিছুর বিচারের জন্যই এ গণঅভ্যুত্থান হয়েছে।
আওয়ামী লীগের বিচার দলগতভাবে চেয়েছি সেটাও দৃশ্যমান হয়নি। তাই আমরা আবারও রাজপথে নামছি। আবারও বলতে চাই, আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন তা নিষিদ্ধ করতে হবে। বিচার চলাকালীন তাদের নিবন্ধন বাতিল করতে হবে। রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম বন্ধ করে আইন বাস্তবায়ন করতে হবে।
সারাবাংলা/এফএন/এমপি