এশিয়া ও আফ্রিকা সফরে মেসিদের প্রতিপক্ষ কারা
২ মে ২০২৫ ১৪:৪৩
প্রতি বছরই মহাদেশীয় সফরে যায় আর্জেন্টিনা। ২০২৫ সালেও এর ব্যতিক্রম হচ্ছে না। বছরের শেষভাগে এশিয়া ও আফ্রিকা মহাদেশে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে যাবে লিওনেল মেসির দল। এই সফরে তিন দেশে ভ্রমণ করে ৪টি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।
আর্জেন্টিনার শীর্ষ দুই ক্রীড়া সংবাদমাধ্যম ওলে ও টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আগামী অক্টোবর-নভেম্বরে এশিয়া ও আফ্রিকা সফরে যাবেন মেসিরা। অক্টোবরে প্রথমে চীনে যাবে আর্জেন্টিনা। সেখানে দুটি ম্যাচ খেলবেন তারা। এই দুই ম্যাচের প্রতিপক্ষ এখনো নিশ্চিত না হলেও চীন জাতীয় দল ও অন্য একটি দলের বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার।
এরপর নভেম্বরে চীন থেকে মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলোতে যাবে আর্জেন্টিনা। সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক অ্যাঙ্গোলো। আগামী ১১ নভেম্বর স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উৎসব করবে অ্যাঙ্গোলা। সেদিনই নিজেদের মাঠে আর্জেন্টিনার সঙ্গে বিপক্ষে খেলতে চান তারা।
অ্যাঙ্গোলো থেকে আর্জেন্টিনা আবার ফিরবে এশিয়াতে। এবার ২০২২ বিশ্বকাপ আয়োজনকারী দেশ কাতারে পা রাখবেন তারা।
কাতারে মেসিরা খেলবেন একটি ম্যাচ। সেই ম্যাচটি হতে পারে স্বাগতিকদের বিপক্ষেই। আশা করা হচ্ছে, চীন, অ্যাঙ্গোলো ও কাতারের পুরো সফরজুড়েই আর্জেন্টিনার সঙ্গে থাকবেন মেসি।
২০২৫ সালের অক্টোবরে শেষ হচ্ছে লাতিন অঞ্চলের আগামী বিশ্বকাপের বাছাইপর্বের লড়াই। সেপ্টেম্বরে নিজেদের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই মুহূর্তে বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে থেকে বিশ্বকাপের মূল পর্বে খেলা অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন মেসিরা।
২০২৬ সালের জুনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে আর কোনো ম্যাচ নেই আর্জেন্টিনার। মাঝের এই সময়টা তাই প্রীতি ম্যাচ খেলেই নিজেদের ঝালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসিরা।
সারাবাংলা/এফএম