Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে প্রাক্তন স্বামীর হাতে স্ত্রী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২৫ ১৭:৫৬

নিহত ময়না বেগম

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে ময়না বেগম (৩৫) নামে জুট মিলের এক নারী শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে প্রথম স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের মাঝিকান্দিপাড়ার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ময়না বেগম উপজেলার মাঝিকান্দিপাড়া ইউনুস শেখের মেয়ে।

জানা গেছে, ১৫ বছর আগে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বলিভদ্রদিয়া গ্রামের শরিফুল ইসলামের সঙ্গে তার প্রথম বিয়ে হয়। দুই মাস পরে বনিবনা না হওয়ায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপরে দাদপুর ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের শামীম হোসেনের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। দুই বছর আগে মারা যান শামীম। গত রোববার চুয়াডাঙ্গার জামাল হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে ঘরজামাই থাকার শর্তে পারিবারিকভাবে সংসার শুরু করেন ময়না।

নিহত ময়নার ভাই একরাম শেখ জানান, তৃতীয় বিয়ের খবর পেয়ে বুধবার সকালে প্রথম স্বামী দলবল নিয়ে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে নির্যাতন চালায়। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

খুন ফরিদপুর হত্যার অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর