Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিন্ময়ের জামিন বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মে ২০২৫ ১৯:৩৬ | আপডেট: ২ মে ২০২৫ ২৩:৩৭

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ।

চট্টগ্রাম ব্যুরো: রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দী ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিল ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে ইসকন নিষিদ্ধের দাবি জানানো হয়েছে।

শুক্রবার (২ মে) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের ব্যানারে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন

সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাসের হুকুমে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে খুন করা হয়েছে। চিন্ময়কে জামিন দিয়েছে আদালত। স্পষ্ট জানিয়ে দিচ্ছি, জামিন বাতিল করে তার বিচার করতে হবে। তার ফাঁসি চাই। অন্যথায় আমরা আবার রাজপথে উত্তালভাবে নামব।’

ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে তারা বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর ওপর এসিড নিক্ষেপ করেছিল ইসকনের সন্ত্রাসীরা। তখন কোনো কঠিন পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশের হাত থেকে মাইক নিয়ে হত্যার ঘোষণা দিয়েছিল চিন্ময়। এরপর তারা আলিফকে হত্যা করে। সেদিনই তাদের মাটিতে মিশিয়ে দেয়া যেত। কিন্তু চট্টগ্রামের তৌহিদী জনতা ধৈর্য ধরেছে। অনেক আসামি কারাগারের বাইরে।’

তারা আরও বলেন, ‘ভারতের তাঁবেদারি করা ব্যক্তিদের বিচারকরা জামিন দিয়েছেন। আমরা সরকার ও আইন বিভাগকে বলতে চাই, আপনারা যদি তাঁবেদারি করেন, আপনাদের পতনের জন্য মাঠে নামব। অন্তর্বর্তী সরকারকে বলব, আপনারা যদি ভারতের গোলামি করেন, তাহলে পদত্যাগ করেন। হাসিনার মতো চলে যান।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনে হোসাইন জিয়াদ, সংগঠক আবরার হোসেন, অ্যাডভোকেট জমির উদ্দিন, আলিফের চাচাত ভাই আদনান হোসেন, রিদোয়ান হোসেন, সাজ্জাদ হোসেন সমাবেশে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানোর নির্দেশকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে ত্রাস সৃষ্টি করে চিন্ময়ের অনুসারীরা। প্রায় তিনঘণ্টা তাকে বহনকারী প্রিজন ভ্যান আদালত এলাকায় আটকে রাখে তারা। একপর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে নগরীর লালদিঘীর পাড় থেকে কোতোয়ালী এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। আইনজীবী সমিতি এ হামলার জন্য ইসকন সদস্য ও সমর্থকদের দায়ী করে।

সারাবাংলা/আরডি/এনজে

চিন্ময় কৃষ্ণ দাস জামিন বাতিল দাবি বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর