Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নলছিটিতে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২৫ ১৯:৫৫

প্রতীকী ছবি

বরিশাল: ঝালকাঠির নলছিটিতে মো. সাইদুল ইসলাম (৩৫) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ মে) দুপুরে পৌরসভার পূর্ব মালিপুর এলাকায় নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাইদুল ইসলাম পূর্ব মালিপুর এলাকা আব্দুর রব খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুলের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

সারাবাংলা/এসআর

আত্নহত্যা ঝুলন্ত মরদেহ উদ্ধার নলছিটি বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর