Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধুপুরে পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২৫ ২০:২৩

মানববন্ধন

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে পিপলস পোল্ট্রি অ্যান্ড হ্যাচারী লিমিটেডের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা এ মানববন্ধন করেন।

শুক্রবার (২মে) দুপুরে ভুক্তভোগীরা উপজেলার মহিষমার বাজারে এ মানববন্ধনের আয়োজন করে। এসময় তারা পরিবেশ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মো. ইয়াসিন আলী, মো. মকুল হোসেন, মো. খাইরুল ইসলাম শান্ত, মাওলানা আ. আজিজ ও মো. সাইফুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশ দুষণ আইনের তোয়াক্কা না করে স্থানীয় কিছু দালালের সহযেগিতায় দীর্ঘদিন ধরে পরিবেশকে ধ্বংস করছে ওই প্রতিষ্ঠানটি। পরিবেশ সুরক্ষায় এসব অনিয়ম বন্ধ করে পরিবেশ রক্ষার দাবি জানান তারা।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর