Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রের হামলায় শিক্ষক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ০১:১৮ | আপডেট: ৩ মে ২০২৫ ১০:০১

খুলনা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর হামলায় সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

হামলাকারী শিক্ষার্থীর নাম আবদুল্লাহ নোমান। তিনি বাংলা ২০১৮ ব্যাচের শিক্ষার্থী।

এদিকে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। তারা আবদুল্লাহ নোমানকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করে তাকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

সারাবাংলা/পিটিএম

আহত খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর