Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়ালের কোচ হওয়া নিয়ে যা বলছেন জাভি

স্পোর্টস ডেস্ক
৩ মে ২০২৫ ০৮:৪৯

রিয়ালের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে জাভি

কার্লো আনচেলত্তির বিদায়ের গুঞ্জন ওঠার পর থেকেই নতুন কোচের সন্ধানে নেমেছে রিয়াল মাদ্রিদ। স্পেনের এই ঐতিহ্যবাহী ক্লাবটির পরবর্তী কোচ কে হচ্ছেন, এ নিয়েই চলছে জল্পনা কল্পনা। তবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের কোচ জাভি আলোনসোর নাম। এতদিন এই ইস্যুতে মুখ না খুললেও এবার জাভি বলছেন, এই মুহূর্তে রিয়ালের কোচ হওয়া নিয়ে কিছু বলতে চান না তিনি।

ব্রাজিলের কোচের দায়িত্ব নিতে রিয়াল ছাড়ছেন আনচেলত্তি, গত কয়েক মাস ধরেই এই গুঞ্জন ঘুরপাক খাচ্ছে সংবাদমাধ্যমে। অনেক নাটকের পর শেষ পর্যন্ত ব্রাজিলের দায়িত্ব না নিলেও এই মৌসুম শেষেই যে রিয়াল ছাড়ছেন আনচেলত্তি, সেটা অনেকটাই নিশ্চিতই বলা চলে। আগামী মৌসুমে তাই ক্লাবের দায়িত্ব কে নেবেন, এখন থেকেই সেটা ভাবা শুরু করে করেছে রিয়াল।

বিজ্ঞাপন

পরবর্তী কোচ হিসেবে শোনা যাচ্ছে সাবেক মাদ্রিদ ফুটবলার ও আনচেলত্তির অধীনেই খেলা জাভির নাম। এই মৌসুম শেষেই লেভারকুসেনকে বিদায় বলে রিয়ালে ফিরবেন জাভি, ফুটবল বোদ্ধারা বলছেন এমনটাই।

জাভি অবশ্য রিয়ালের কোচ হওয়ার ব্যাপারে পরিষ্কার করে কিছুই জানালেন না, ‘আমার ভবিষ্যৎ নিয়ে আসলে বলার মতো কিছুই নেই। আমাদের অপেক্ষা করতে হবে। লেভারকুসেনের সঙ্গে এখনো আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। আমাদের মধ্যে যোগাযোগটাও পরিষ্কার। কিছু হলে সেটা সবাই জানতে পারবে।’

গত মৌসুমে জাভির অধীনেই ইতিহাস গড়ে জার্মান লিগ জিতেছিল লেভারকুসেন। এবার শিরোপা জেতার সম্ভাবনা নেই বললেই চলে। তবুও মৌসুমটা স্মরণীয় করে রাখতে চান জাভি, ‘এই মৌসুমটা ক্লাবের ইতিহাসে দ্বিতীয় সেরা মৌসুম। আমরা মৌসুমটা ভালোভাবে শেষ করতে চাই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

কার্লো আনচেলত্তি জাভি আলোনসো বেয়ার লেভারকুসেন রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর