শচীনকে ছাড়িয়ে সুদর্শনের জোড়া রেকর্ড
৩ মে ২০২৫ ০৯:৫৭
এই মৌসুমে তার ব্যাটে রানের জোয়ার চলছেই। গুজরাট টাইটানস ব্যাটার সাই সুদর্শন এবার গড়লেন নতুন ইতিহাস। এক রাতে শচীন টেন্ডুলকারের দুটি রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছে গেছেন এই বাঁহাতি ব্যাটার।
গত রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নেমেছিল গুজরাট। এই ম্যাচে ৯ চারে ২৩ বলে ৪৮ রানের ইনিংস খেলেন সুদর্শন। চলতি আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৫০০ রান ছুঁয়েছেন তিনি। ৫০.৪০ গড়ে ১৫৪.১২ স্ট্রাইক রেটে এই মুহূর্তে ৫০৪ রান নিয়ে তালিকার শীর্ষে আছে সুদর্শন। ১০ ইনিংসের ৫টিতেই হাফ সেঞ্চুরি করেছেন তিনি।
স্বীকৃতি টি-২০ সুদর্শন পূর্ণ করেছেন ২০০০ রান। এটি তিনি ছুঁয়েছেন ৫৪ ইনিংসে। ভারতের ব্যাটারদের মধ্যে এটাই দ্রুততম। সুদর্শন ভেঙেছেন শচীনের রেকর্ড। শচীন এই মাইলফলক ছুঁয়েছিলেন ৫৯ ইনিংসে।
এই রেকর্ডে বিশ্ব ক্রিকেটে সুদর্শন আছেন দ্বিতীয় স্থানে। ২০১১ সালে ৫৩ ইনিংসে দুই হাজার রান ছুঁয়ে সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার শন মার্শ।
গত রাতে আইপিএল ক্যারিয়ারে ১৫০০ রান স্পর্শ করেছেন সুদর্শন। ভারতীয় ব্যাটারদের মধ্যে এটাই দ্রুততম। এখানেও তিনি ছাড়িয়ে গেছেন শচীনকে। শচীন এই মাইলফলক ছুঁয়েছিলেন ৪৪ ইনিংসে। ঋতুরাজ গায়কোয়ান্দেরও একই সময় লেগেছিল। সুদর্শন এই দুইজনকে ছাড়িয়ে গেলেন ৩৫ ইনিংসে।
সারাবাংলা/এফএম