কুষ্টিয়ায় আসামির হাতুড়ির আঘাতে ২ পুলিশ আহত
৩ মে ২০২৫ ১০:১২ | আপডেট: ৩ মে ২০২৫ ১০:১৮
কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে দুই পুলিশ সদস্যকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে আশিক (২৫) নামের এক আসামি।
শুক্রবার (২ মে) রাত ৯টার দিকে মিরপুর উপজেলার পালপাড়া বাজারের কাছে এ ঘটনা ঘটে।
আসামী আশিক মিরপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের তালতলা এলাকার কামরুল ইসলামের ছেলে।
এ ঘটনায় আহতরা হলেন, আমলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও কনস্টেবল রুস্তম আলী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে মিরপুর আমলাপাড়া এলাকা থেকে আশিক (২৫) নামের এক সন্দেহভাজন আসামিকে আটক করে মোটরসাইকেলে মিরপুর থানায় নিয়ে যাচ্ছিলেন আমলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও কনস্টেবল রুস্তম আলী।
এ সময় পালপাড়া বাজারের কাছে পৌঁছালে আশিক কোমরে থাকা হাতুড়ি বের করে এসআই মনিরুলের মাথায় আঘাত করে। এতে মাথায় থাকা হেলমেট ভেঙে যায়।
পরে মোটরসাইকেলের পেছনে বসা কনস্টেবল রুস্তম আলীর মাথায়ও হাতুড়ি দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। তকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেওয়া হয়েছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল সারাবাংলাকে বলেন, আসামি থানা হেফাজতে রয়েছে। এই ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জনানো যাবে।
সারাবাংলা/এনজে