মেসিকে ছাড়িয়ে যেতে ইয়ামালকে ফ্লিকের বিশেষ পরামর্শ
৩ মে ২০২৫ ১৩:২৯
ছোট্ট ক্যারিয়ারের শুরু থেকেই তার তুলনাটা হচ্ছে লিওনেল মেসির সঙ্গে। পাহাড় সমান প্রত্যাশার চাপ নিয়েও বার্সেলোনার লামিন ইয়ামাল মাঠে দেখাচ্ছেন অবিশ্বাস্য পারফরম্যান্স। বার্সায় মেসির উচ্চতাকে ছুঁতে পারবেন কিনা ইয়ামাল, এরই মাঝে চলছে এমন আলোচনা। এসবের মধ্যেই বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলছেন, মেসিকে ছুঁতে কঠোর পরিশ্রমের বিকল্প নেই ইয়ামালের সামনে।
মেসির মতোই বার্সার একাডেমি ‘লা মেসিয়া’ থেকে উঠে এসেছেন ইয়ামাল। খেলার ধরণেও তার মধ্যে মেসির ছায়া খুঁজে পেয়েছেন বার্সা সমর্থকরা। বিশেষ করে এই মৌসুমে ১৭ বছর বয়সী ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্স প্রত্যাশার পারদটা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।
ফ্লিক অবশ্য ইয়ামালকে মেসির উচ্চতার দিকে না তাকিয়ে নিজের কাজটা ঠিকঠাক মতো করে যাওয়ার পরামর্শ দিয়েছেন, ‘শুধু প্রতিভা থাকলেই হয় না। মেসি-রোনালদোর পর্যায়ে যেতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের সবার উচিত ধৈর্য করা। তার বয়স মাত্র ১৭! এই বয়সেই সে যা করে দেখাচ্ছে সেটা অবিশ্বাস্য। সে পরিশ্রম করে যাচ্ছে, আরও করতে হবে। সে নিজেও হয়তো এমনটাই ভাবছে।’
ধারাবাহিকতা ধরা রাখাই ইয়ামালের জন্য বড় চ্যালেঞ্জ, মানছেন ফ্লিক, ‘সে জানে আমি তার থেকে কী চাই। এই পর্যায়ে খেললে ধারাবাহিকতা ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ। শুধু এক ম্যাচে কিংবা কয়েক ম্যাচে ভালো করলেই চলবে না। ম্যাচের পর ম্যাচ ভালো করতে হবে। তার আরও ভালো করার প্রতিভা রয়েছে।’
সারাবাংলা/এফএম