Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় ওয়ান শাটারগানসহ আটক ১

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ১৩:১৯

আটক আসামি বিপুল হোসেন।

পাবনা: পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে দুইটি ওয়ান শাটারগানসহ একজনকে আটক করেছে পাবনা (ডিবি) পুলিশ।

শনিবার (৩ মে) সকালে জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য দেন।

আটক বিপুল হোসেন (৫০) সদর উপজেলার দাপুনিয়া ইউপির টিকরী দক্ষিণপাড়ার মৃত আবু জাফরের ছেলে।

পুলিশ সুপার জানান, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ২ টার দিকে মৃত আবু জাফরের বাড়িতে অভিযান পরিচালনা করে দুইটি ওয়ান শাটারগানসহ তাকে আটক করে পুলিশ।

তিনি আরও জানান, দীর্ঘদিন যাবত বিপুল হোসেন এই সকল অস্ত্র দিয়ে বিভিন্ন অপকর্ম করে আসছিল। পুলিশের তথ্যপ্রযুক্তির সাহায্যে এই চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে। এই অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. মশিউর রহমান মন্ডল ও এসআই অসিত কুমার বসাক।

আটক আসামির বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা রজু প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

ওয়ান শাটারগানসহ আটক ১