পদ্মায় ধরা পড়ল ২৮ কেজির কাতল, অর্ধ লাখ টাকায় বিক্রি
৩ মে ২০২৫ ১৪:০৯ | আপডেট: ৩ মে ২০২৫ ১৪:৩৮
রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি কাতল মাছ।
শনিবার (৩ মে) সকালে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে জামাল প্রামাণিকের জালে ধরা পড়ে মাছটি।
এ সময় মাছটি দৌলতদিয়া ঘাটের মোমিন মোল্লা মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে সেখানে উন্মুক্ত নিলামে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা।
জানা গেছে, জেলে জালাল প্রামানিক ও তার লোকজন নৌকা নিয়ে শনিবার ভোরে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলেন মাছ শিকারের জন্য। পদ্মা ও যমুনা নদীর মোহনায় সকাল সাড়ে ৯টার দিকে জালে প্রচণ্ড টান অনুভব করেন। এ সময় তারা দ্রুত জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বিশাল আকারের এক কাতল মাছ। পরে আড়তে নিয়ে এলে উনুক্ত নিলামে বিক্রি হয়।
ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ২৮ কেজি ওজনের বিশাল কাতল মাছটি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় কিনে নিয়েছি। আপাতত মাছটি ঘাটের পল্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। সেই সঙ্গে মোবাইলে বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে। একটু বেশি দাম পেলেই মাছটিকে বিক্রি করা হবে।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করেছে। জেলেদের জালে প্রতিনিয়ত বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে।
সারাবাংলা/ইআ