Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ১৪:৫৩ | আপডেট: ৩ মে ২০২৫ ১৬:৩৪

আবহাওয়া অধিদফতর। ছবি: সংগৃহীত

ঢাকা: সন্ধ্যা ৬ টার মধ্যে দেশের ১৪ জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার। ওই সব জেলার নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে দেশের সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরই মধ্যে ঢাকার কয়েক স্থানে বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি হলেও তাপমাত্রা রয়েছে বাড়তি।

শনিবার (৩ মে) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে। পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য বাড়তে পারে।
রোববারের পূর্বাভাস বলছে, রংপুর, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, মঙ্গলবারও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিনও তাপমাত্রায় কোনো পরিবতর্ন নেই।

আর বুধবার (৭ মে) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিন সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য বাড়তে পারে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা বলছে এ সময়ে দিন এবং রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।

এদিকে লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যদিও এর বড় কোনো প্রভাব দেশের ওপরে পড়বেনা বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সারাবাংলা/জেআর/এমপি

আবহাওয়া ঝড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর