হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা করুন: মাহমুদুর রহমান
৩ মে ২০২৫ ১৪:৫৫ | আপডেট: ৩ মে ২০২৫ ১৬:৩৪
ঢাকা: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১২ বছর আগে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়েরের আহ্বান জানিয়েছেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
শনিবার (৩ মে) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশে তিনি এ আহ্বান জানান।
এ সময় মাহমুদুর রহমান বলেন, ‘নারী সংস্কার কমিশন তৈরির জন্য জুলাইয়ে তরুণরা জীবন দেয় নাই। ফ্যাসিবাদের পুনরুত্থান বন্ধে সংস্কার করুন। অনেক অপ্রয়োজনীয় কমিশন করা হয়েছে, সেগুলো বাতিল করুন।’
তিনি বলেন, আমরা যেহেতু মুসলমান, তাই গাজা ও ভারতের কাশ্মীরের মুসলমানদের ওপর যে নির্যাতন চলছে, তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালাতে হবে।
মাহমুদুর রহমান বলেন, হেফাজত ইসলাম নারী বাদ নিয়ে প্রশ্ন তুলেছেন। ড. ইউনূস সরকারের প্রতি আমার প্রশ্ন যে, আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন? আমি বলতে চাই, নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবের কেউ জীবন দেয় নাই। তারা জীবন দিয়েছিল এদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য। কাজেই আপনারা সরকারে বসেছেন যাতে বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, বাংলাদেশ থেকে ভারতের আগ্রাসন মুক্ত করার জন্য।
তিনি বলেন, তাই আমি মনে করি আপনাদের দায়িত্ব শুধু সেই সংস্কারগুলো করা, যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না। ড. ইউনুস সরকারের প্রতি দেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে আমার অনুরোধ, আপনারা অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করবেন না। আমরা দেখেছি আপনারা অনেকগুলো সংস্কার কমিশন করেছেন যেগুলোর কোনো প্রয়োজনই ছিল না। আপনারা রাষ্ট্রের সময় এবং সম্পদ নষ্ট করছেন। সুতরাং আমার অনুরোধ আপনারা এ সব কমিশন বাতিল করে দেন। আমাদের এ সব কমিশনের প্রয়োজন নাই।
এ সময় আলেম-ওলামাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার আলেম-ওলামাদের প্রতি অনুরোধ আপনারা নারীবাদী নিয়ে প্রতিবাদ করতে গিয়ে বৃহত্তর আন্দোলন থেকে সরে যাবেন না। আমাদের বৃহত্তর লড়াই ভারতের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আমাদের বৃহত্তর লড়াই ইসলামের জন্য। তাই আপনারা এ ছোট বিষয় নিয়ে প্রতিবাদ করবেন ঠিকই, কিন্তু এর পেছনে বেশি সময় দিয়ে বৃহত্তর আন্দোলন থেকে পিছিয়ে যাবেন না। এ জন্য আপনাদের প্রতি অনুরোধ আপনারা একটু ঐক্যবদ্ধ থাকবেন। আমি মনে করি বাংলাদেশের আলেমরা যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না।
সারাবাংলা/এফএন/ইআ