Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একজন রাদওয়ান মুজিব


২১ মে ২০২০ ১৭:৫৭

আজ থেকে ছয় বছর আগের কথা, ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সংগঠন সোনারতরীর প্রতিনিধি হিসেবে প্রথম পরিচয় বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ভাইয়ের সাথে। এটা উল্লেখ করলাম এই কারনে যে, এই সভায় দেখেছি একজন তরুণ মেধাবী রাদওয়ান মুজিবকে। আমাদের প্রায় দুই ঘন্টা মিটিংয়ের পুরো সময় অসম ধৈর্য্যের সাথে আমাদের সব কথা শুনলেন।

একজন ভালো নেতার অন্যতম বৈশিষ্ট্য হলো আগে ভালো শ্রোতা হওয়া এবং পরে সঠিক সিদ্ধান্ত, দিক নির্দেশনা ও সহযোগিতা করা। পরিপূর্ণরূপেই তিনি কাজটি করেছেন। এই সভায় সঠিক দিকনির্দেশনা দিয়েছেন। প্রথম থেকেই তিনি প্রান্তিক জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে সকলকে কাজ করতে বলতেন। তিনি শহরসহ, শহরের বাইরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদেরকে আমাদের সব কাজের সাথে সম্পৃক্ত করার উপদেশ দেন। তার দূরদৃষ্টি অত্যন্ত প্রখর বলেই সম্ভব হয়েছে প্রান্তিক সবার কথা চিন্তা করা এবং তাদের জন্য কিছু করা ও পাশে থাকা। উৎসাহ দিয়েছেন কৃষিতে প্রযুক্তির সঠিক ব্যবহারের। কোটি কোটি কৃষকের নতুন নতুন প্রযুক্তির বাইরে প্রযুক্তির বিকাশ অত্যন্ত কঠিন।

বিজ্ঞাপন

বাংলাদেশের যুবসমাজের প্রাণের কথা তিনি বুঝতে পারেন। আর তাই ‘ইয়াং বাংলা’ প্ল্যাটফর্ম গঠন করেই থেমে থাকেননি তিনি। বিশাল যুবসমাজের মেধাকে কাজে লাগাতে অনবরত কাজ করে যাচ্ছেন। যুবসমাজ তৈরি করছেন জ্ঞানভিত্তিক সমাজ গঠনের ব্রত নিয়ে। বাংলাদেশের যুবকেরা যেন জাতিগঠনে সঠিক ভূমিকা রাখতে পারে। তাদের উন্নয়নশীল চিন্তাশক্তিকে রুপান্তর করে জাতি গঠনে নিজেরা অবদান রাখতে পারে সেই উদ্দেশ্যে আয়োজন করা হয় জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।

বিজ্ঞাপন

ধারাবাহিকভাবে এই আয়োজনের মাধ্যমে হাজার হাজার যুবক তাদের চিন্তাগুলো প্রকল্পের মাধ্যমে বাস্তব রূপ দিতে পারছে। তৈরি হচ্ছে নতুন নতুন স্টার্টআপ, যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। ইয়ং বাংলার জেলা সমন্বয়ক, ক্যাম্পাস অ্যাম্বাসেডরের মাধ্যমে সংযোগ স্থাপন করা হচ্ছে অন্য যুবসমাজ ও যুব সংগঠন সমূহের সাথে৷

একজন সঠিক নেতার ক্ষেত্রে বলা হয়- একজন ভালো নেতা অনুকরণীয় পথ তৈরি করেন। ঠিক সেই কাজটিই নীরবে করে চলেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। স্বাধীনতা ও বঙ্গবন্ধুর সঠিক ইতিহাসকে ভিন্নভাবে উপস্থাপন করা যায় তার অন্যতম উদাহরণ রাদওয়ান মুজিব ভাইয়ের ঐতিহাসিক ৭ই মার্চের জয় বাংলা কনসার্ট। বর্তমান যুবসমাজকে সঠিকভাবে বুঝতে পেরেছেন বলেই জয় বাংলা কনসার্ট আয়োজন করেন যা বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ ধারাবাহিক কনসার্ট৷ লক্ষ্য
লক্ষ্য মানুষ ৭ই মার্চ জয় বাংলা কনসার্ট এর জন্য উন্মুখ হয়ে থাকে।

শিশুদের তিনি উপলব্ধি করতে পেরেছেন আরো নিবিড়ভাবে। তাই শিশুদের জন্য সৃষ্টি করেছেন গ্রাফিক্স নভেল মুজিব যা ইতিমধ্যে শিশুদের অন্যতম চাহিদার ও প্রিয় বই হয়ে উঠছে। শুধু বাংলাদেশেই না, পৃথিবীর অনেক দেশেই এ গ্রাফিক্স নভেলটি আছে এবং মুজিব বইটি বিভিন্ন ভাষায় অনুবাদ প্রকাশ করা হয়েছে। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন, দিয়েছেন একটি স্বাধীন ভূখণ্ড। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জয় করেছেন জলসীমা। বঙ্গবন্ধুর দৌহিত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে জয় করেছেন আকাশপথ এবং বাংলাদেশের যুব সমাজের মন জয় করেছেন বঙ্গবন্ধুর আরেক দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি৷

জন্মদিনে প্রিয় দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিককে শুভকামনা জানাই। তিনি যাতে তাঁর মেধা মনন দিয়ে দীর্ঘকাল এই বাংলার মানুষের প্রাণের সঙ্গে মিলে পাশে থাকতে পারেন পরম করুণাময়ের কাছে সেই প্রার্থনা করি।

লেখক: অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর