নারীদের জন্য আলাদা গণপরিবহন চাই
৪ নভেম্বর ২০২২ ১১:৫৮
দেশের গণপরিবহন নারীদের জন্য অনিরাপদ ও অব্যবস্থাপনায় ভরপুর সেটি পুরোনো কথা। কিন্তু পুরোনো কথা হলেও এ নিয়ে নেই কোনো কার্যকর উদ্যোগ। ঢাকা শহরসহ বিভিন্ন শহরের গণপরিবহনগুলোতে পুরুষের ঠাসাঠাসির ভীড়ে নারী যাত্রীরা অস্বস্তিবোধ করে, সাথে যৌনবিকারের ভোগান্তি তো আছেই। এমনকি পরিবহনে নারীদের জন্য যে সংরক্ষিত আসনগুলো থাকে, তাও প্রায় সময় ফাঁকা পাওয়া মুশকিল।
ঢাকায় বসবাসরত মোট নারীর সংখ্যা ২ কোটি ১৭ লাখ ২১ হাজার ৫৫৬ জন। যার মধ্যে প্রায় ২১ শতাংশ কোনো না কোনোভাবে প্রতিদিন গণপরিবহন ব্যবহার করছেন। দেশের শিক্ষার্থী সংখ্যার মধ্যে প্রায় অর্ধেক ছাত্রী, বিভিন্ন কর্মসংস্থানের কর্মকতা ও কর্মীদের মধ্যে নারীদের সংখ্যার পরিমাণকে ছোট করে দেখার সুযোগ নেই।
২০১৮ সালের এক তথ্যমতে, রাজধানীতে বিভিন্ন রুটে চলাচল করা প্রায় সাত হাজার বাসের মধ্যে নারীদের জন্য বাস আছে মাত্র ১৭টি। যা নিতান্তই হাস্যকর! গণপরিবহনে বছরের পর বছর এ অব্যবস্থাপনা একজন নারী যাত্রীর জীবনকে অস্বাভাবিক করে তুলেছে। দিনের পর দিন মানসিক দুশ্চিন্তায় ভোগা নারীদের পাশে থেকে তাদের ভোগান্তি দূর করতে, নারী যাত্রী সংখ্যার অনুপাতে আলাদা গণপরিবহন সময়ের দাবী। এ সমস্যা সমাধানে সড়ক পরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা আশা করছি।
সারাবাংলা/এজেডএস