আমেরিকার পছন্দ ও বাংলাদেশের করণীয়
১২ এপ্রিল ২০২৩ ১৫:২৫
বাংলাদেশের একটি রাজনৈতিক দলের মতই মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের সাম্প্রতিক কর্মকান্ড পরিচালিত করছে! ১৯৭৫ এর বঙ্গবন্ধুর খুনী এবং ১৯৭১ এ গণহত্যার কুশীলবদের সমর্থকগোষ্ঠী মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আশ্রয়-পশ্রয় অতীতে পেয়েছে, এখনও পাচ্ছে। বিশ্বের সর্বাধিক ক্ষমতাধর এই রাষ্ট্রটি বঙ্গবন্ধুহত্যার মৃত্যুদন্ডপ্রাপ্ত খুনী রাশেদ চৌধুরীকে নাগরিকত্বসহ আশ্রয় দিয়ে রেখেছে। অন্য দিকে, গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কথা বলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাচ্ছে। এতে আমেরিকার পছন্দের অথচ বাংলাদেশের প্রচলিত আইনে অপরাধী সাব্যস্ত হওয়া ব্যক্তি ও গোষ্ঠী আহ্লাদিত হয়ে আরও অপরাধকর্মে প্রবৃত্ত হতে উৎসাহ বোধ করছে।
অতীতে আমেরিকার পছন্দের শাসকদের মধ্যে অন্যতম ছিলেন ১৯৫৮-১৯৬৯ পর্যন্ত সময়ব্যাপী (পূর্ব) বাঙালিদের অধিকারহরণকারী তৎকালীন পাকিস্তানের সামরিক-স্বৈরশাসক আইয়ুব খান। আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল পি. হান্টিংটন, পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিস (১৯৬৮) শীর্ষক ক্লাসিক গ্রন্থে সামরিক শাসক আইয়ুবকে ‘আধুনিকায়নকারী’ এবং ‘শৃঙ্খলা বা অর্ডার আনার একটি ক্লাসিক উদাহরণ’ হিসাবে আখ্যায়িত করে সমর্থন করেছিলেন। আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালিরা আমেরিকার পছন্দের সেই শাসককে আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করেছিলেন। আইয়ুবের বিদায়ের পর ১৯৬৯-১৯৭১ পর্যন্ত ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন আমেরিকার আরেক পছন্দের সামরিক-স্বৈরশাসক জেনারেল ইয়াহিয়া খান। বালুচিস্তানের কসাইখ্যাত জেনারেল টিক্কা খান, লে. জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী প্রমুখও ছিল আমেরিকার পছন্দের জেনারেল।
বাঙালিদের ওপর ধর্মীয় ঔপনিবেশিক পাকিস্তানের শোষণ, বঞ্চনা, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার কন্ঠ, বাঙালির হাজার বছরের কাঙ্খিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সময় থেকেই ধীরে ধীরে আমেরিকার টার্গেটে পরিণত হচ্ছিলেন! অর্থাৎ কোনো নেতা বা তার দেশ যদি তার নিজদেশের জনগণের সঠিক প্রয়োজন এবং সে সবের জন্য করণীয় অনুসারে কাজ করেন তাহলেই তিনি অবধারিতভাবেই আমেরিকার বিরাগভাজন অপছন্দের হয়ে উঠবেন! ইতিহাস তা-ই সাক্ষ্য দিচ্ছে! আমেরিকার পছন্দ অনুযায়ী চললেতো আমরা স্বাধীন স্বদেশই পেতাম না!
পাকিস্তানের সমর্থনে এহেন কাজ নেই যে মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৭১ সালে করে নাই। অস্ত্র গোলাবারুদ সরবরাহ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের পক্ষে দৃঢ় অবস্থান, এবং সর্বোপরি পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে যুদ্ধ করার জন্য সপ্তম নৌবহর পাঠানো। স্মরণ করা যেতে পারে, ১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নৌ টাস্কফোর্স পাঠিয়েছিল যাতে ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জড়িত হওয়া থেকে বিরত রাখা যায়। যুদ্ধক্ষেত্র থেকে আমেরিকান নাগরিকদের সরিয়ে নেওয়ার অজুহাতে, নিক্সন পারমাণবিক শক্তি চালিত বিমানবাহী এন্টারপ্রাইজের নেতৃত্বে মার্কিন সপ্তম নৌবহরের টাস্ক ফোর্স ৭৪-কে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার এ কাজে নিক্সনকে উৎসাহিত করেছিলেন।
নিক্সনের তাড়াহুড়োমূলক পদক্ষেপ ভারতে আমেরিকার সর্বশ্রেষ্ঠ জনসংযোগ বিপর্যয়ের কারণ হয়ে উঠেছিল। পাকিস্তানি হানাদার বাহিনীর জন্য লেজে-গোবরে অবস্থা সৃষ্টি করেছিল। এক লাখের বেশি পাকিস্তানি সৈন্য আটকা পড়েছিল। শেষ পর্যন্ত আমেরিকার পছন্দ না হওয়া সত্ত্বেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশ লক্ষ মানুষের আত্মত্যাগ এবং প্রতিবেশী বন্ধু রাষ্ট্র বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতার ফলে মুক্তিযুদ্ধে বাঙালিদের বিজয় সূচিত হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমেরিকার পছন্দের পাকিস্তানি সেনাবাহিনী শেষ পর্যন্ত মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণে বাধ্য হয়েছিল। একাত্তরের ১৬ ডিসেম্বর এর মধ্যে ৯৭,০০০ পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছিল। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আত্মসমর্পণ হিসাবে গণ্য করা হয়ে থাকে। বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র আমেরিকার ছত্রছায়ায় থাকা সত্ত্বেও পাকিস্তান পরাজিত হয়েছিল, আমেরিকার জন্য এই লজ্জা ও অপমান মেনে নেওয়া ছিল অসম্ভব!
আমরা যখন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির কথা বলি তখন শুধু পাকিস্তানের এবং তাদের বাংলাদেশী দোসরদের পরাজয়ের কথাটি সামনে আসে। কিন্তু বস্তুনিষ্ঠভাবে চিন্তা করলে ১৯৭১ সালের বাঙালিদের বিজয় ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয়। আর এই কারণেই এত এত শক্তি থাকা সত্ত্বেও এই পরাজয়ের গ্লানি আমেরিকার তৎকালীন সরকার সহ্য করতে পারে নাই। পরাজিত, ক্ষুব্ধ ও ব্যথিত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার কূটনৈতিক শিষ্টাচার ভেঙ্গে স্বাধীন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশকে অপমান করার ধৃষ্টতা দেখিয়েছিলেন! বাংলাদেশকে তখন তিনি ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে আখ্যায়িত করেছিলেন! রক্তের সাগর পেরিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন স্বাধীন স্বদেশ পুনর্গঠনে নিয়োজিত ছিল তখনই এই মন্তব্যে দেশপ্রেমিক প্রতিটি বাঙালিই দুঃখ পেয়েছিল। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে হেনরি কিসিঞ্জারের ‘তলাবিহীন ঝুড়ির’ এই মন্তব্যে তখনও তাদের পছন্দের বাংলাদেশবাসিরা আহ্লাদিত হয়েছিল। সত্যি, কী বিচিত্র স্বভাবের মানুষদের সাথে আমাদের বসবাস করতে হয়! আমেরিকার আদরে আহ্লাদিত পাকিস্তান যখন একাত্তরে বাঙালিদের বিরুদ্ধে ‘গণহত্যা’ চালিয়েছে, তখন বাংলাদেশে বসবাসকারী কুলাঙ্গার অথচ আমেরিকার পছন্দের বাংলাভাষী গোষ্ঠী খুশী মনেই পাকিস্তানকে সহযোগিতা করেছে। এতসব করেও বঙ্গবন্ধুর বাঙালিদের আমেরিকা ‘দাবায়ে রাখতে’ পারে নাই। আর তারই প্রতিশোধ তারা নিয়েছে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্বাচিত সরকার প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার মধ্য দিয়ে। এরপরে এদেশে অবাধে বিচরণ করেছে আমেরিকার পছন্দের খুনীরা।
খুনী প্রথম সামরিক শাসক জিয়াউর রহমান তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিষিদ্ধ করে রেখেছিল। বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যার বিচার স্থায়ীভাবে বন্ধের জন্য খুনী খোন্দকার মোশতাক ঘোষণা করেছিল ‘ইনডেমনিটি অধ্যাদেশ’। আর ইনডেমনিটি অধ্যাদেশকে জাতীয় সংসদে পাস করে সংবিধানের অন্তর্ভূক্ত করে বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রণীত পবিত্র সংবিধানকে কলুষিত করেছিল জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর বেঁচে যাওয়া দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোটবোন শেখ রেহানা যাতে দেশে ফিরতে না পারে তার সমস্ত ব্যবস্থা জিয়াউর রহমান করেছিলেন। এমনকি শত বাধাবিপত্তি পেরিয়ে স্বদেশ প্রত্যাবর্তনের পর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত পৈত্রিক বাড়িতে বঙ্গবন্ধুর কন্যাদের প্রবেশেও বাধা সৃষ্টি করেছিল জিয়াউর রহমান। অনেক আন্দোলন সংগ্রাম করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাধীন বাংলাদেশকে এখন একটা মর্যাদাশীল অবস্থানে উন্নীত করতে সক্ষম হয়েছেন। তাই আবার শুরু হয়েছে আমেরিকা ও তার পছন্দের ব্যক্তি ও গোষ্ঠীর ষড়যন্ত্র। তবে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর নেতারা আমেরিকার এই খবরদারী পুনর্মূল্যায়ন করা শুরু করেছে।
স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে তথাকথিত উন্নত গণতন্ত্রের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা সমগ্র বিশ্বে এখন পুনর্মূল্যায়িত হওয়া শুরু হয়েছে। যা সচরাচর এর আগে হতে দেখা যায় নাই! সম্প্রতি হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত মার্কিন ধনকুবের এবং আমেরিকার ওপেন সোসাইটি ফাউন্ডেশনের অন্যতম একজন দাতা জর্জ সোরোসের (জন্ম আগস্ট ১২, ১৯৩০) একটি মন্তব্য সম্পর্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের পর্যবেক্ষণ এক্ষেত্রে নিঃসন্দেহে প্রণিধানযোগ্য। জর্জ সোরোস সম্পর্কে এস. জয়শঙ্করের মন্তব্যটিকে আমরা প্যারাফ্রেস বা শব্দান্তর করে বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার সাম্প্রতিক অতি বাড়াবাড়ি রকমের নাক গলানোর বিষয়টিকে ব্যাখ্যা করতে পারি। ‘আমেরিকা প্রভাবশালী, ধনী, মতবিশিষ্ট একটি বৃহৎ শক্তি, যে এখনও মনে করে যে সমগ্র বিশ্ব কীভাবে কাজ করবে তা তাদের মতামত দ্বারা নির্ধারণ করা হবে। তবে, কেবল প্রভাবশালী, ধনী এবং মতবাদে থেমে যাওয়া হয় তা হলে বিষয়টি পুরোপুরিভাবে বোঝা যাবে না। বলতে হবে, আমেরিকা প্রভাবশালী, ধনী, মতামতযুক্ত এবং বিপজ্জনক। এই সাথে আরও বলতে হয়, আমেরিকা আসলে আখ্যান বা ন্যারেটিভ তৈরির জন্য সম্পদ বিনিয়োগ করে। এই রাষ্ট্রটি মনে করে যে একটি নির্বাচন ভাল, যদি তারা যাকে দেখতে চায় সেই জয়লাভ করে! আর নির্বাচন যদি ভিন্ন ফলাফল দেয় তবে তারা বলবে এটি একটি ত্রুটিপূর্ণ গণতন্ত্র! আর আমেরিকা এসব করছে তথাকথিত গণতন্ত্র ও উন্মুক্ত সমাজের সমর্থনের ছলে বা ছদ্মাবরণে. . .।’
আমেরিকা গণতন্ত্রের জ্ঞান দিয়ে থাকে। কথায় কথায় ডেমোক্র্যাসি ও হিউম্যান রাইটসের কথা বলে। কিন্তু মানবাধিকার লঙ্ঘনের দিক দিয়ে আমেরিকার অবস্থান বিশ্বের মধ্যে শীর্ষে। এর ভুরি ভুরি উদাহরণ দেয়া যেতে পারে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যের তিনজন সদস্য বন্দুক নিয়ন্ত্রনের আহ্বান জানিয়েছিলেন। সেটাকে অপরাধ হিসাবে গণ্য করে তার মধ্য থেকে দু’জন কৃষ্ণাঙ্গ সদস্যকে বহিষ্কার করেছে সেখানের প্রতিনিধি সভা। বর্ণ বৈষম্যের অনুসারী মার্কিনীরা শ্বেতাঙ্গ অপর সদস্যকে বহিস্কার করে নাই। অর্থাৎ আমেরিকার নিজ দেশের মধ্যেই গণতন্ত্রের ব্যাপক ঘাটতি আছে।
এমতাবস্থায় বাংলাদেশের জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্থাপিত প্রস্তাবে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে সংসদের অভিমত এই যে, বাংলাদেশ জাতীয় সংসদ সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দুরূপে জনগণের জীবনমান উন্নয়ন এবং আশা-আকাঙ্খার সফল বাস্তবায়নে অব্যাহতভাবে কার্যকর ও সক্রিয় ভূমিকা রাখবে। এর মধ্য দিয়ে গণতন্ত্র হবে সুসংহত, শোষণমুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, সকলের জন্য সাম্য ও ন্যায়বিচার নিশ্চিত হবে, সংবিধানের এ অঙ্গীকারসমূহ পূরণে আমরা সকলে একযোগে কাজ করব, গড়ে তুলব আগামীর সুখী, সমৃদ্ধ, উন্নত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, এই হোক আমাদের প্রত্যয়।’ জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তীতে এদেশের আপামর জনসাধারণের আশা-আকাঙ্খার প্রতিফলনমূলক প্রস্তাবের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা এবং প্রস্তাবটি সমর্থন করার জন্য জাতীয় সংসদের উপস্থিত সকল সম্মানীত সদস্যদের প্রতি অশেষ ধন্যবাদ জানাই।
লেখক: পরিচালক, সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজ, ঢাকা। ইনস্টিটিউশনালাইজেশন অব ডেমোক্র্যাসি ইন বাংলাদেশ গ্রন্থের লেখক, সাবেক ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ, এবং সাবেক চেয়ারম্যান, রাষ্ট্রবিজ্ঞান
সারাবাংলা/এসবিডিই
অরুণ কুমার গোস্বামী আমেরিকার পছন্দ ও বাংলাদেশের করণীয় মুক্তমত