কাতারে কর্মহীন প্রবাসীরা, প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কাম্য
২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১১
মধ্যপ্রাচ্যের আলোচিত দেশ কাতারে ফিফা বিশ্বকাপ পরবর্তী নির্মাণ শ্রমিকসহ অন্যান্য পেশায় যুক্ত অনেক বাংলাদেশী এখন কর্মহীন হয়ে পড়েছে। খাবার এবং বাসস্থান খরচ জোগাতে প্রতিনিয়তই হিমশিম খাচ্ছেন তারা।
এদিকে কাতারে প্রায় ৪ লাখ বাংলাদেশী বসবাস করছে। যার বেশির ভাগই শ্রমিক। ফিফা বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণসহ বিভিন্ন কাজে অনেকেই এসেছেন মধ্যপ্রাচ্যের এই দেশটিতে। তবে বিভিন্ন প্রকল্প শেষ হওয়ায় বর্তমানে তারা কর্মহীন জীবন পার করছেন। তিন বেলা খাবার জোটাতেই কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন কাজ না থাকায় পরিবারের কাছে টাকা পাঠাতে পারছেন না তারা। এমতাবস্থায় কাতার প্রবাসীরা বাংলাদেশ দূতাবাসে সহয়তা চেয়েছেন।
কাতারে বাংলাদেশী প্রবাসীদের বর্তমানে সৃষ্ট সমস্যাগুলোর মধ্যে উল্লেখযোগ্য– যারা বিভিন্ন কোম্পানিতে কর্মরত আছেন, তাদের কারো কারো চাকরি আছে ঠিকই কিন্তু বেতন নেই। আবার হয়তো কারো কারো চাকরি বা বেতন কিছুই নেই। এই সংকট কাটাতে চলছে দুই দেশের কূটনৈতিক তৎপরতা।
চলতি বছরের মে মাসে পাবলিক ওয়ার্কস কর্তৃপক্ষ ৪.১ বিলিয়ন কাতারি রিয়াল বাজেটের ২২টি প্রকল্পের ঘোষণা দিয়েছে। তবে কবে নাগাদ প্রকল্পগুলোর কাজ শুরু হবে? তা নিয়েও রয়েছে নানান সংশয়। এছাড়াও কাতার ভিশন ২০৩০ সামনে রেখে কাজ পুরোদমে শুরু হলে বাংলাদেশী প্রবাসীদের বেকারত্ব অনেকটা কমবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সর্বোপরি– এমন পরিস্থিতি হতে উত্তরণে প্রবাসী কল্যাণমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন কাতার প্রবাসীরা।
লেখক: শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ
সারাবাংলা/এজেডএস