“টিভি নাটকের এই নতুন ধারা কিন্তু প্রতিবেশী দেশ ভারত সৃষ্টি করতে পারেনি। ফলে সেখানকার টিভি নাটকে মঞ্চ বা রেডিও নাটকের একটা প্রভাব লক্ষ্য করা যায়। আমরা যদি ভারতের কোনো বাংলা ধারাবাহিক নাটক চোখ বন্ধ করে শুনি, মনে হবে তা অতি অভিনয় দোষে দুষ্ট অথবা বেতার নাটকের প্রভাবে ভারাক্রান্ত। টেলিফিল্মের ক্ষেত্রে অবশ্য কিছু ব্যতিক্রম দেখা যায়। যেখানে চলচ্চিত্রের একটি শুদ্ধ ধারার প্রভাব রয়েছে।”