১৭ বছর তিন মাস। ৬ হাজার ৩১৪ দিন। এই দীর্ঘ সময় যুক্তরাজ্যে নির্বাসিত ছিলেন। অবশেষে সেই নির্বাসিত জীবনের ইতি টেনে ২৫ ডিসেম্বর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ফেরার মধ্য দিয়ে প্রাণ ফিরে পেয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা, এখন আস্থায় ফিরবে রাজনীতি ও গণতন্ত্র। দেশের অস্থিরতা ক্রমেই দূর হয়ে যাবে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আস্থা ও সংকটে মানুষের পাশেই থাকবেন তিনি। ’২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি এক সন্ধিক্ষণ পার করছে। সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে এরই মধ্যে স্বকীয় ভাব ও ভঙ্গিমায় মানুষের বিশ্বাসের জায়গায় স্থান করে নিয়েছেন তিনি। উত্তরাধিকারের প্রশ্নে নয়, নিজ যোগ্যতা ও নেতৃত্বে এখন তিনিই বিএনপির অদ্বিতীয় নেতা। তরুণ প্রজন্মের এই নেতার প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পূর্বাচলের ‘৩০০ ফুটে’ আয়োজন করেছিল গণসংবর্ধনা অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানের জনস্রোত ও মানুষের আনন্দ-উচ্ছ্বাসের মুহূর্ত এবং উদ্ভাসিত তারেক রহমানের ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান
তারেক রহমানের প্রত্যাবর্তন
মা, মাটি ও মাতৃভূমির কাছে ফেরা
সারাবাংলা/পিটিএম