বেশকিছু দিন ধরেই সেভাবে দেখা মিলছে না সূর্যের। হয়তো কুয়াশা, কিংবা মেঘলা আকাশ। এমনিতে নগরে শীত আসে দেরিতে। আবার এলেও সেরকম অনুভূতি নিয়ে আসে না। কিন্তু এবার ভিন্ন অনুভব নিয়ে রাজধানীতে নেমেছে শীত। শীতের কারণে এবার জবুথবু নগর জীবনও। এরই মধ্যে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার দেখা মিলেছে ঢাকা শহরে। আবহাওয়া অফিস বলছে, জানুয়ারিতে দেশজুড়ে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আর সেই শৈত্যপ্রবাহের প্রভাব রাজধানীতেও পড়তে পারে। কুয়াশা আর সূর্যের লুকোচুরিতে আগামী কয়েকদিন হয়তো শীতযাপন করতে হবে নগরবাসীকে। সেরকম প্রস্তুতি নিতে নগর জীবনের ভিড় এখন শীতপোশাকের দোকানগুলোতে। আর বিভিন্ন অলিগলিতে পসরা সাজিয়ে বসা পিঠার দোকানগুলোতেও মিলছে মানুষের দেখা। তবে শীত উপেক্ষা করে নগরের মানুষগুলো ছুটতে হয় প্রাত্যহিক কাজকর্মে। শীতসকালে রাজধানী ঢাকার মানুষদের সেইসব ব্যস্ততার ছবি ক্যামেরাবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
- ঘন কুয়াশায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শ্রমজীবীরা। ছবি: সারাবাংলা