চলছে শীতকাল। তাই কয়েকদিন ধরে পুরো দেশেই জেঁকে বসেছে শীত। পৌষের শুরু থেকেই সারা দেশে বেড়েছে শীতের প্রকোপ, যা মাসের শেষেও অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদফতর বলছে, দেশে আরও কিছুদিন অব্যাহত থাকবে মৃদু শৈত্যপ্রবাহ। এদিকে শীতের দাপটে একইসঙ্গে রাজধানীসহ সারা দেশে বেড়েছে শ্বাসতন্ত্রের রোগ। ঠাণ্ডাজনিত রোগে অসুস্থ হচ্ছে শিশু ও বয়স্করা। হাসপাতালে চাপ বাড়ছে নতুন রোগীর। শীতের প্রকোপে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণ। আর যেসব রোগী আসছে, তাদের মধ্যে শিশু ও বৃদ্ধ এবং বক্ষব্যাধিজনিত রোগীর উপস্থিতি বেশি। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে শীতজনিত কারণে রোগে আক্রান্তদের ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।