Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগানে ভরপুর টসটসে লিচু


৩০ মে ২০১৯ ১১:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক গোছা লাল টকটকে লিচু

বাংলা মুধমাসের অন্যতম আকর্ষণ রসালো ফল লিচু। একে তো এখন তীব্র গরম, এছাড়া আবার রমজান মাস। তাই ইফতারিতেও রয়েছে লিচুর আলাদা কদর। ঢাকায় লিচু বিক্রি হচ্ছে শ প্রতি এখন ১৭০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। দেশের বিভিন্ন অঞ্চলের মতো সোনারগাঁও এর গোয়ালদিই-তেও রয়েছে লিচু বাগান। সেখানে লিচু চাষি মোহাম্মদ শুকুর আলি ও তার স্ত্রী-সন্তানের লিচু সংগ্রহের ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ

গাছ থেকে লিচু সংগ্রহ করেছেন শুকুর আলি ও তার স্ত্রী

লিচুতে পোকা হয়েছে কি না তা দেখা হচ্ছে সযত্নে

গাছে গাছে লাল টকটকে লিচু

পরিবারের সবাই মিলে করছেন লিচু বাছাইয়ের কাজ

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এনএইচ

 

 

 

লিচু লিচু চাষ লিচুর ছবি লিচুর দাম