Saturday 28 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালের ‘লাকড়ি তোড়া’ উৎসব


৩০ জুন ২০১৯ ২০:৪৪ | আপডেট: ৩০ জুন ২০১৯ ২০:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে হযরত শাহজালাল (র.) এর মাজারের ৭৩৭তম বার্ষিক ওরস উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘লাকড়ি তোড়া’ উৎসব।

৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহজালাল (র.) জীবদ্দশা থেকে এভাবে লাকড়ি সংগ্রহ করা হতো।

সে চিরায়ত ঐতিহ্য বিগত সাতশ বছর ধরে ওরসের তিন সপ্তাহ আগে ‘লাকড়ি তোড়া’ সম্পন্ন হয়ে আসছে।

রোববার (৩০ জুন) বাদ জোহরের নামাজের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারও ভক্ত-অনুরাগীরা জড়ো হন দরগাহ প্রাঙ্গণে।

দরগাহে মিলাদ শেষে নাগারা বাজার সঙ্গে সঙ্গে ভক্তরা শহরতলির লাক্কাতোড়া ও মালনিছড়া চা বাগানের মাঝামাঝি নির্ধারিত টিলার উদ্দেশে রওয়ানা দেন। সেখানে গিয়ে আবারও মিলাদ পড়া হয়। এরপরই শুরু হয় লাকড়ি সংগ্রহ।

বিজ্ঞাপন

লাকড়ি সংগ্রহ শেষে ‘লালে লাল- শাহজালাল’ ‘শাহজালাল বাবা কি জয়’, ‘৩৬০ আউলিয়া কি জয়’ এবং ওলি আউলিয়া কি- জয়’-এ রকম নানা স্লোগান দিয়ে মিছিল করে মাজারে ফেরেন ভক্তরা। মাজারের পুকুরে লাকড়ি ধুয়ে নির্ধারিত স্থানে রেখে দেন তারা।

ওরসের শিরনি রান্নার কাজে ব্যবহৃত কাঠ সংগ্রহের ওই উৎসবকে লাকড়ি তোড়ার উৎসব বলা হয়ে থাকে।

ছবি ও লেখা: মামুন হোসেন, সিলেট

সারাবাংলা/এমআই

লাকড়ি তোড়া শাহজালাল সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর