নৌকা কিনবেন, নৌকা…
৮ জুলাই ২০১৯ ১০:৩২
সিলেট: বর্ষা মৌসুম। হাওর আর নদীতে বেড়েছে পানি। সিলেটের হাওর এলাকায় যাতায়াতের প্রধান বাহন হলো নৌকা। প্রতিবছর বৈশাখের শুরু থেকে তাই নৌকার হাট বসে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে। সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও সদর উপজেলার মিলনস্থলে এই বাজারের অবস্থান হওয়ায় স্থানীয়রা বাজারটিকে বলেন ‘তিনথানি বাজার’। শতাধিক বছরের পুরোনো এই নৌকার হাটে বিক্রি হয় নতুন ও পুরাতন নৌকা। মঙ্গলবার ও শনিবার বসে নৌকার হাট। দূর-দূরান্ত থেকে বিক্রেতারা নৌকা নিয়ে আসেন এই হাটে। নৌকা কিনে কেউ পানি পথে, আবার কেউ ট্রাক বা হিউম্যান হোলারে করে নিয়ে যান নিজ এলাকায়।
তিনথানি বাজারের নৌকার হাট ঘুরে ছবিগুলো তুলেছেন মামুন হোসেন।
সারাবাংলা/ওএম