জি কে শামীমের অফিস ও বাড়িতে র্যাবের অভিযানের ছবি
২০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১৫ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯ ১৮:১৬
কেন্দ্রীয় যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নিকেতনে শামীমের অফিস ও বাড়িতে অভিযান চালানো হয়। এসময় উদ্ধার করা হয় ১৬৫ কোটি টাকার এফডিআর চেকসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা। তার কাছে পাওয়া যায় একটি অস্ত্রও। ঘটনাস্থল থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
- লালবৃত্তে চিহ্নিত যুবলীগ নেতা শামীম
- চেয়ারে বসে আছেন শামীম। তাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা
- টেবিলের নিচ থেকে টাকা বের করে রাখছেন যুবলীগ নেতা শামীম
- টেবিলে সাজানো টাকার বান্ডিল।
- অভিযানে শামীমের কাছ থেকে জব্দ করা অস্ত্র
- র্যাব সদস্যরা জব্দ করা টাকা সাজিয়ে রাখছেন টেবিলে
- অভিযান চলছে শামীমের অফিস-বাড়িতে