জলজট আর যানজটে নাগরিক ভোগান্তি
১ অক্টোবর ২০১৯ ১৬:৩৯ | আপডেট: ১ অক্টোবর ২০১৯ ২০:২৭
এক পশলা বৃষ্টিতেই ঢাকার রাস্তায় হাঁটু পানি জমে যাওয়া নতুন কিছু নয়। সে হিসেবে আজ ভালোই বৃষ্টি হয়েছে রাজধানীতে। বরাবরের মতোই ভোগান্তিতে পড়েছেন স্বল্প আয়ের মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও কর্মজীবীরা। এছাড়া, জায়গায়-জায়গায় মেট্রোরেল প্রকল্প ও খানাখন্দের কারণে যানজট সীমাহীন। প্রেসক্লাব ও সচিবালয় এলাকা থেকে ছবি তুলেছেন সুমিত আহমেদ ও ঝর্ণা রায়।
- ঝুঁকি নিয়েই সন্তানকে বাসে উঠাচ্ছেন মা
- মেট্রোরেল প্রকল্পের জন্য রাস্তা হয়েছে সরু। এরমধ্যে বৃষ্টি, তাই নগরবাসীর নাকাল হওয়া ছাড়া উপায় নেই
- ঢাকার রাস্তায় সাইকেল বাহন হিসেবে মন্দ নয়
- পা টিপে টিপে রাস্তা পার হচ্ছেন পথচারীরা
- প্রেসক্লাব এলাকার রাস্তায় হাঁটু পানি
- জলযটের পরিণতি যানজটে
- নিরুপায় হলে কখনো হাসি থাকে মুখে
- বৃষ্টির পানি জমেছে সচিবালয়ের ভিতরেও
- গন্তব্যে যেতে হলে পানিতে পা ডুবানো ছাড়া উপায় নেই
- ফুটপাতেও জমেছে পানি
- লেগেছে দীর্ঘ জট
- ভ্যানগাড়িই ছিল অনেকের শেষ ভরসা