শীতের শহর মারমানস্কের জীবনযাত্রা [ফটো স্টোরি]
২২ ডিসেম্বর ২০১৯ ১৭:১৮ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ ২০:২০
রাশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের শহর মারমানস্ক। এটি পৃথিবীর শীতলতম শহরগুলোর একটি। প্রতিবছর ২ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত এখানে সূর্য দিগন্তরেখা ছাড়িয়ে যেতে পারে না। শুভ্র বরফের আচ্ছাদনে ঢাকা পড়ে মারমানস্কের দোকানপাট, হোটেল, বাড়িঘর, রাস্তাঘাট। তুষার ও বরফ ঝড়েও একেবারে স্তিমিত থাকেন না এই শহরের জীবনযাত্রা। দ্য গার্ডিয়ানে প্রকাশিত এসব ছবি তুলেছেন আমস চাপেল।
- খোলা দোকানে চলছে বেচাকেনা
- বাসস্টপেজে দাঁড়িয়ে যাত্রী, পাশেই ফার্মেসির দোকান
- তুষারপাতের মধ্যেই হেঁটে যাচ্ছেন এক পথযাত্রী
- উষ্ণতার জন্য বিক্রি হচ্ছে জুতো
- জার আমলের ধ্বংসপ্রাপ্ত নৌকা
- তিবার্কা গ্রামে মনোমুগ্ধকর নর্দান লাইট
- সোভিয়েত সেনাদের স্মরণে নির্মিত আলোয়শা মনুউমেন্ট