Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাইয়ের স্তূপে ফেলে আসা জীবনের সন্ধান [ছবি]


২৭ ডিসেম্বর ২০১৯ ১৬:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বপ্ন-সংসার সব হারিয়ে দৃষ্টিতে কেবলই শূন্যতা

আগুনে পুড়লো রাজধানীর আরও একটি বস্তি। ছাই হলো বস্তির প্রায় তিনশ ঘর। শুধু ঘর তো নয়, একেকটি ঘরের সঙ্গে জড়িয়ে একেকটি সংসারের গল্প। আগুনের যে লেলিহান শিখা ছড়িয়েছে বস্তিজুড়ে, মাঝ পৌষের কনকনে শীতের মধ্যরাতে তা ওম ছড়াতে পারেনি— ছড়িয়ে আতঙ্ক। আচমকা আগুন যেভাবে ছড়িয়ে পড়েছে, তাতে ঘুম ভেঙে কেবল শরীরটাই বের করে নিয়ে আসতে পেরেছেন, ঘরে থাকা কিছুই নিয়ে বের হতে পারেনি। ফুলকির আঘাতে ঘর পুড়েছে, পুড়েছে ঘরে থাকা সবকিছুই। পোশাক থেকে শুরু করে হাড়ি-পাতিল, ছোটখাটো দুয়েকটি আসবাব, টাকা-পয়সা, বাচ্চাদের খেলনা— সবকিছু পুড়ে গেছে আগুনে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন শুধু। সব পুড়িয়ে তবেই শান্ত হয়েছে সে আগুন। ভোরের আলো যখন ফুটছে, বস্তিজুড়ে কেবল ছাইয়ের স্তূপ। তাতে মিশে আছে একেকটি পরিবারের আশা-আকাঙ্ক্ষা-স্বপ্ন। কিছু কি অবশিষ্ট আছে আর তার? মিরপুরের কালশী বাউনিয়া বাঁধ এলাকার পোড়া বস্তির ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ

বিজ্ঞাপন

কালশী ছাইয়ের স্তূপ বস্তিতে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর