রঙে রঙিন সাকরাইন [ফটো স্টোরি]
১৫ জানুয়ারি ২০২০ ২২:৪৫
পৌষ মাসের শেষের দিন ‘পৌষসংক্রান্তি’। কালের বিবর্তনে ‘সংক্রান্তি’ থেকে তা সংক্ষেপে হয়েছে সাকরাইন। পুরান ঢাকায় দিনটি উদযাপন করা হয় ঘুড়ি উড়িয়ে। তবে এখন আরও যোগ হয়েছে আতশবাজি, ফানুস উড়ানো, লেজার শো আর বাদ্যযন্ত্র। আবার কেরোসিন মুখে আগুনের হলকা ছুড়েও দক্ষতা দেখায় অনেকে। এসবের সঙ্গে শীতের পিঠাপুলিতে আয়োজনে আসে ভিন্নমাত্রা। এদিন বাসায় আত্মীয়-স্বজনদের দাওয়াত করারও রীতি রয়েছে। সাকরাইন উৎসবের ছবি তুলেছেন সুমিত আহমেদ।