লিভিং অন দ্য এজ (ফটোস্টোরি)
১৬ মে ২০২০ ০৯:০০
রমজান মাস, আসরের ওয়াক্তের ঠিক পরেই, বৃষ্টিস্নাত লিকলিকে সরু প্রাচীরের উপর দাঁড়িয়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কলকব্জা মেরামতরত এই যুবকটিকে দেখে, আমরা আঁতকে উঠতেই পারি। বলতে পারি –
কেন যুবকের হাতে গ্লাভস নেই? কেন মাস্ক নেই মুখে ?
এই যুবক কি তবে হয়ে উঠবেন আমাদের পেশেন্ট ৩১? বাস্তবতা হলো – নাগরিক জীবনে আমাদেরকেই একটু স্বস্তি (যেমনঃ শীতাতপে বসে এদের জীবন নিয়ে অনুপুঙ্খ বিশ্লেষণ করা বা, দেশে করোনাভাইরাসের এমন সংক্রমণ পরিস্থিতিতেও ঝঞ্ঝাটমুক্ত জীবন কাটাতে পারা) এনে দিতে ওই যুবক জীবনকে তুচ্ছ জ্ঞান করে ওই সরু প্রাচীরের উপরে। যাকে বলা যায় –
লিভিং অন দ্য এজ
এভাবেই বেঁচে থাকো বাংলাদেশ।
রাজধানী ঢাকা থেকে সেল ক্যামেরায় এই ছবির সিরিজ ধারণ করেছেন –
সারাবাংলা’র ম্যানেজিং এডিটর রফিকুল্লাহ রোমেল