Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝড় থেমে গেলে পর (ফটোস্টোরি)


২১ মে ২০২০ ২৩:৪১ | আপডেট: ২২ মে ২০২০ ১০:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোখ রাঙানি ছিল সুপার সাইক্লোন হিসেবে। তবে প্রায় শেষ দিকে এসে গতি হারায় আম্পান। দিকবদলও কিছুটা হয়। যে কারণে মূল তাণ্ডবের সাক্ষী হয় ভারতের পশ্চিমবঙ্গ। এর ঘণ্টা দুয়েক পর বুধবার (২০ মে) রাত ৮টার দিকে বাংলাদেশ যখন প্রবেশ করেছে, আম্পান তখন প্রবল ঘূর্ণিঝড়। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ হয়ে আম্পান এরপর যতই দেশের ভেতরে ‍ঢুকেছে, ঝড়ের বেগ কমেছে। শেষমেষ ঝড় থেমে গেছে। ঝড় থেমে গেলে পর – পড়ে রয় তান্ডবের স্মৃতিস্মারক লণ্ডভণ্ড হয়ে যাওয়া ঘর, মৃত গাছেদের সারি, পানিবন্দি মানুষের জীবনে ছোঁয়াচে মহামারি আর আর আবার ঘুরে দাঁড়ানোর অবধারিত ইচ্ছে। ঘূর্ণিঝড় আম্পান উপদ্রুত বিভিন্ন অঞ্চল থেকে স্থানীয় ফটোসাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে ছবিগুলো সংগ্রহ করেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান 

বিজ্ঞাপন

খুলনা ঘূর্ণিঝড় আম্পান চুয়াডাঙ্গা ঝিনাইদহ বাগেরহাট মোংলা রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর