স্বাস্থ্যবিধি শিকেয় তুলে শেষ বেলায় ঈদযাত্রায় ‘চেনা রূপ’ [ছবি]
৩০ জুলাই ২০২০ ২২:৪১
করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সব চিত্র বদলে গেছে অনেক আগেই। সেই ধাক্কায় ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও ‘জমেনি’ ঈদযাত্রা। ঈদুল ফিতরের সময় তো গণপরিবহনই ছিল বন্ধ, ব্যক্তিগত পরিবহন নিয়ে সুযোগ ছিল বাড়ি যাওয়ার। এবারে ঈদুল আজহায় এসে চলছে গণপরিবহন। তাতেও সাড়া মেলেনি যাত্রীদের। ঈদের তিন-চার দিন বাকি যখন, তখনো সদরঘাট ছিল সুনসান, মহাখালী-গাবতলী বাস টার্মিনালে যাত্রীর চাপ ছিল না বললেই চলে। শেষ পর্যন্ত ঈদের ছুটি শুরুর ঠিক আগের দিন (বৃহস্পতিবার, ৩০ জুলাই) যেন কিছুটা হলেও ‘চিরচেনা’ ঈদযাত্রার স্বরূপটা দেখা গেল। তাতে করে স্বাস্থ্যবিধি শিকেয় উঠেছে। লঞ্চের ডেকে সেই গাদাগাদি করে বাড়ির পথে ফিরছেন যাত্রীরা। স্বল্প আয়ের মানুষেরা ফিরছেন সেই ট্রাকে করে।
রাজধানীর সদরঘাট ও গাবতলী এলাকা থেকে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
ঈদযাত্রা গাবতলী চেনা রূপ টপ নিউজ ট্রাকে ঈদযাত্রা লঞ্চে ঈদযাত্রা সদরঘাট স্বাস্থ্যবিধি