Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ টাকা নয়, ‘মেহমানখানা’য় বিনামূল্যেই আপ্যায়ন বিদ্যানন্দের [ছবি]


৫ আগস্ট ২০২০ ০৮:২০

সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে এই মেহমানখানা

রাজধানীতে অনাহারে-অর্ধাহারে দিন কাটানো মানুষের সংখ্যা কম নয়। এমন মানুষদের জন্যই বিনামূল্যে খাবারের ব্যবস্থা করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এর আগে তারা ‘১ টাকার আহার’ চালু করে সাড়া ফেলেছিল। এবারে তারা চালু করেছে ‘বিদ্যানন্দের মেহমানখানা’। ওয়ারীর জোড়পুল এলাকায় এই আয়োজনে খেতে চাইলে একটি টাকাও খরচ করতে হবে না। পুরান ঢাকার খান হোটেলকে সঙ্গী করে চালু হয়েছে এই উদ্যোগ।

গত ১৮ জুলাই চালু হয়েছে এই মেহমানখানা। উদ্দেশ্য, অনাহারে-অর্ধাহারে যেন কাউকে দিন কাটাতে না হয়। সকাল থেকে রাত যেকোনো সময় এই হোটেলে গেলেই মিলবে খাবার। শিশু থেকে বৃদ্ধ, নারী কিংবা পুরুষ— সবার জন্য উন্মুক্ত এই মেহমানখানা।

বিজ্ঞাপন

টিপু সুলতান রোডের খান হোটেলে স্থাপিত বিদ্যানন্দ মেহমানখানা ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

খান হোটেল বিদ্যানন্দ ফাউন্ডেশন বিদ্যানন্দের মেহমানখানা মেহমানখানা সুবিধাবঞ্চিতদের খাবার সহায়তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর