১ টাকা নয়, ‘মেহমানখানা’য় বিনামূল্যেই আপ্যায়ন বিদ্যানন্দের [ছবি]
৫ আগস্ট ২০২০ ০৮:২০ | আপডেট: ৫ আগস্ট ২০২০ ১৩:২৬
রাজধানীতে অনাহারে-অর্ধাহারে দিন কাটানো মানুষের সংখ্যা কম নয়। এমন মানুষদের জন্যই বিনামূল্যে খাবারের ব্যবস্থা করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এর আগে তারা ‘১ টাকার আহার’ চালু করে সাড়া ফেলেছিল। এবারে তারা চালু করেছে ‘বিদ্যানন্দের মেহমানখানা’। ওয়ারীর জোড়পুল এলাকায় এই আয়োজনে খেতে চাইলে একটি টাকাও খরচ করতে হবে না। পুরান ঢাকার খান হোটেলকে সঙ্গী করে চালু হয়েছে এই উদ্যোগ।
গত ১৮ জুলাই চালু হয়েছে এই মেহমানখানা। উদ্দেশ্য, অনাহারে-অর্ধাহারে যেন কাউকে দিন কাটাতে না হয়। সকাল থেকে রাত যেকোনো সময় এই হোটেলে গেলেই মিলবে খাবার। শিশু থেকে বৃদ্ধ, নারী কিংবা পুরুষ— সবার জন্য উন্মুক্ত এই মেহমানখানা।
টিপু সুলতান রোডের খান হোটেলে স্থাপিত বিদ্যানন্দ মেহমানখানা ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
- সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে এই মেহমানখানা
- প্রতিদিন দেড় থেকে দুই হাজার মানুষ এখানে বিনামূল্যে খাবার খায়
- নিরন্নদের খাবারের ব্যবস্থা করতে এখানে প্রতিদিন কাজ করেন ১৫ জন বাবুর্চি
- সকালে গিয়ে দেখা গেল, নাস্তায় রুটি-পরোটার সঙ্গে ডিম ভাজি ও মুরগির মাংস দিয়ে বুটের ডালের দুই পদ
- শিশু থেকে বয়স্ক সবাই বেশ তৃপ্তি সহকারেই খাচ্ছেন এ্ হোটেলে
- উদ্যোক্তারা বলছেন, ঢাকায় এমন আরও কয়েকটি হোটেল খোলার পরিকল্পনা রয়েছে
খান হোটেল বিদ্যানন্দ ফাউন্ডেশন বিদ্যানন্দের মেহমানখানা মেহমানখানা সুবিধাবঞ্চিতদের খাবার সহায়তা