‘ভাঙ্গনের যে নেই পারাপার’ [ছবি]
১৯ আগস্ট ২০২০ ২০:১০ | আপডেট: ২০ আগস্ট ২০২০ ০০:২০
প্রমত্তা পদ্মা’র গ্রাসে মাদারিপুর ধুঁকছে। জেলার শিবচর উপজেলার অধিকাংশ অঞ্চল বন্যা কবলিত।
এর আগে, মৌসুমী বৃষ্টিপাতের কারণে আন্তর্জাতিক নদীগুলোতে পানি বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে পদ্মা’র পানি বাড়তে বাড়তে বিপৎসীমা অতিক্রম করলে ওই অঞ্চলের অধিবাসীদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়।
সম্প্রতি বন্যার পানি কিছুটা ‘কমতে’ শুরু করেছে। এর মধ্যেই, ‘কমতে’ থাকা পানির টানে কাঁঠালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ভেঙ্গে পড়ে। এ ‘ভাঙ্গনের যে নেই পারাপার’।
ছবি তুলেছেন – সারাবাংলা’র সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
- ‘জল থৈ থৈ তীরে কিছু নেই’
- ‘ভাঙ্গনের যে নেই পারাপার’
- ‘সীমানা পেরিয়ে সব মিশে যেতে চায়’
- ‘পথ নেই যে পথ হারাবার’
- ‘কোথায় জানি না – কী ছিল যে কোথায়?’
- ‘আঁধার পেরিয়ে আসে আগামী সকাল’
কাঁঠালবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় টপ নিউজ পদ্মা বন্যা ভূপেন হাজারিকা মাদারিপুর শিবচর