আশুরার আগমনেও হোসেনি দালান নিরুত্তাপ [ছবি]
২৯ আগস্ট ২০২০ ০৮:৪০ | আপডেট: ২৯ আগস্ট ২০২০ ০৯:৫০
আশুরা। হিজরি বছরের দশম দিন, ১০ মহররম। ইসলামের ইতিহাসের অন্যতম ঘটনাবহুল একদিন। গোটা মুসলিম বিশ্বেই তাৎপর্যপূর্ণ এই দিনটি নানা আয়োজনে পালন করা হয়ে থাকে। তবে বিশেষভাবে দিনটি পালন করে থাকে শিয়া সম্প্রদায়। হিজরি ৬১ সালের এই দিনে কারবালা প্রান্তরে এজিদ বিন মুয়াবিয়ার সৈন্য বাহিনীর হাতে প্রাণ হারান মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হুসাইন (রা.) ও তার ৭২ সঙ্গী। এই হৃদয়বিদারক ঘটনাকে মনে রেখেই আশুরায় তাজিয়া মিছিলসহ বিভিন্ন আয়োজন করে থাকে শিয়া সম্প্রদায়।
ঢাকায় শিয়া সম্প্রদায়ের এসব আয়োজনের কেন্দ্রবিন্দু থাকে হোসেনি দালান। মহররম মাসের শুরু থেকেই চলতে থাকে প্রস্তুতি। তবে এ বছর করোনাভাইরাসের কারণে ঐতিহাসিক সেই তাজিয়া মিছিল না করার ঘোষণা এসেছে। হোসেনি দালানেও অন্যান্য আয়োজন পালিত হচ্ছে সীমিত পরিসরে। তাই হোসেনি দালানে এ বছর মানুষজনের আনাগোনা অত্যন্ত সীমিত।
পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ
- করোনাভাইরাসের কারণেই এ বছর আশুরার দুয়েকদিন আগেও হোসেনি দালানে লোকজনের ভিড় অনেক কম
- তারপরও কেউ কেউ আসছেন হোসেনি দালানে, আগে পরিবারসহ এলে এখন হয়তো একাকী আসছেন
- হোসেনি দালানের বাইরের দোকানে তাই এ বছর আগের মতো বেচাকেনা নেই
- যে দুয়েকজন আসছেন, তারাই ফুল-আগরবাতি বা অন্যকিছু কিনছেন
- ভেতরে শ্রদ্ধা জানানোর এই জায়গাতেও অন্য বছরগুলোতে থাকত মানুষজনের ভিড়, এ বছর সেটা নেই
- বেলা বাড়লে ভিড় কিছুটা বাড়লেও সেটাকে আসলে ভিড় বলতেই নারাজ স্থানীয়রা
১০ মহররম আশুরা ইমাম হোসাইন (রা.) কারবালা প্রান্তর তাজিয়া মিছিল মহররম শিয়া সম্প্রদায়