Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তির আলোয় ঝলমলে ঢাকা [ছবি]


১৬ ডিসেম্বর ২০২০ ০০:১৮ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ১০:৩৬

আজ থেকে ৪৯ বছর আগের এই দিনে পরাধীনতা আর দাসত্বের নাগপাশ শৃঙ্খল ভেঙে বাঙালি জাতি ছিনিয়ে এনেছিল বিজয়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী এক যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর কাছে। ধর্ষণের শিকার দুই লাখ নারী আর ৩০ লাখ শহিদের রক্তদানের বিনিময়ে অর্জিত হয়েছিল সেই মুক্তি। আজ সেই ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে বিজয়ের এই দিনের চিরচেনা উল্লাস হয়তো মিলবে না অন্য বছরগুলোর মতো। তবে তাই বলে বিজয়ের সেই রঙ তো আর মুছে যাওয়ার নয়। এ রঙ যে বাঙালির জাতির রক্ত-মাংস-অস্তিত্বে মিশে আছে। বিজয় দিবসের আগের সন্ধ্যা থেকেই তাই সেই মুক্তির আলোর ঝলকানি রাজধানীতে। বর্ণিল সাজে সেজেছে রাজধানীতে স্থাপিত সরকারি-বেসরকারি বিভিন্ন ভবন ও স্থাপনা। শারীরিক উপস্থিতি না হোক, রঙিন আলোর ঝলকে বিজয়ের আনন্দ রাজধানীর বুকে।

বিজ্ঞাপন

রাজধানীর মতিঝিল, সুপ্রিম কোর্ট, নগরভবন, পুলিশ সদর দফতরের এমন বর্ণিল ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

বর্ণিল সজ্জা বিজয় দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর