মুক্তির আলোয় ঝলমলে ঢাকা [ছবি]
১৬ ডিসেম্বর ২০২০ ০০:১৮
আজ থেকে ৪৯ বছর আগের এই দিনে পরাধীনতা আর দাসত্বের নাগপাশ শৃঙ্খল ভেঙে বাঙালি জাতি ছিনিয়ে এনেছিল বিজয়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী এক যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর কাছে। ধর্ষণের শিকার দুই লাখ নারী আর ৩০ লাখ শহিদের রক্তদানের বিনিময়ে অর্জিত হয়েছিল সেই মুক্তি। আজ সেই ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে বিজয়ের এই দিনের চিরচেনা উল্লাস হয়তো মিলবে না অন্য বছরগুলোর মতো। তবে তাই বলে বিজয়ের সেই রঙ তো আর মুছে যাওয়ার নয়। এ রঙ যে বাঙালির জাতির রক্ত-মাংস-অস্তিত্বে মিশে আছে। বিজয় দিবসের আগের সন্ধ্যা থেকেই তাই সেই মুক্তির আলোর ঝলকানি রাজধানীতে। বর্ণিল সাজে সেজেছে রাজধানীতে স্থাপিত সরকারি-বেসরকারি বিভিন্ন ভবন ও স্থাপনা। শারীরিক উপস্থিতি না হোক, রঙিন আলোর ঝলকে বিজয়ের আনন্দ রাজধানীর বুকে।
রাজধানীর মতিঝিল, সুপ্রিম কোর্ট, নগরভবন, পুলিশ সদর দফতরের এমন বর্ণিল ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান