Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা মোকাবিলায় ভ্যাকসিন উৎসব জামালপুরেও [ছবি]


১২ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৪৬

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দেশব্যাপী শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম। রাজধানী ঢাকার বাইরে জেলা-উপজেলা পর্যায়েও চলছে সেই কার্যক্রম। দলে দলে মানুষেরা আসছেন ভ্যাকসিন নিতে। শুরুর দিকে কিছুটা উদ্বেগ-শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ভ্যাকসিন নিতে আগ্রহী হয়ে উঠছেন বেশিরভাগ মানুষই।

সারাদেশে ভ্যাকসিন প্রয়োগ শুরুর পঞ্চম দিন বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) জামালপুর সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, সেখানেও ভ্যাকসিন নিতে আসছেন বিভিন্ন বয়সের এবং শ্রেণিপেশার মানুষ। তাদের অনেকেই ‘সুরক্ষা’ ডিজিটাল প্ল্যাফর্মে নিবন্ধন করেই এসেছেন, কেউ কেউ জাতীয় পরিচয়পত্র নিয়ে এসেছেন নিবন্ধন করে ভ্যাকসিন নিতে। সম্মুখযোদ্ধা হিসেবে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র বেশকিছু সদস্যও এদিন ভ্যাকসিনন নেন অন্যদের সঙ্গে। স্থানীয়রা বলছেন, ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে সরকার গোটা দেশকে করোনা সংক্রমণ থেকে সুরক্ষা দিতে যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তার অংশ হতে চান তারাও।

বিজ্ঞাপন

জামালপুর সদর হাসপাতাল থেকে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

সারাবাংলা/টিআর

করোনার ভ্যাকসিন ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর