আশার মুলা আসছে বাজারে | ছবি
২৮ ডিসেম্বর ২০২১ ১০:৫৭ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১২:৫৩
যশোরের সাতমাইল এলাকার সবজি ক্ষেতে এবার হয়েছে মুলার বাম্পার ফলন।
কৃষককে লাভের আশা দেখাচ্ছে শীতকালীন এই সবজি। বাজারে দামও ভালো পাচ্ছেন তারা। চাষিরা বলছেন, বাজারে দাম থাকলে এবার আর তাদের ‘আশাভঙ্গ’ হবে না। মাঠ থেকে তোলার পর ভ্যানে করে সাতমাইল বাজারে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন কৃষকরা। পাইকার ব্যবসায়ীদের বেশির ভাগই যান চট্টগ্রাম এবং ঢাকা থেকে
ছবিগুলো যশোরের সদর উপজেলার সাতমাইল বাজার থেকে তোলা। তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
- সকালের রোদ গায়ে মেখে মাঠে মুলা তুলছেন কৃষক
- ফসল তোলায় হাত লাগিয়েছেন কৃষাণীও
- মাঠ থেকে তোলার পর সাজানো হচ্ছে বাজারের ভ্যানে
- ভ্যানে ভর্তির পর বিক্রির অপেক্ষায় কৃষকরা
- যশোরের সদর উপজেলার সাতমাইল এলাকায় মুলার বাজার
- বিক্রি করেছেন কৃষক, ট্রাকে তোলার জন্য জড়ো করছেন শ্রমিকরা
- কৃষকদের কাছ থেকে কেনার পর বস্তা ভর্তি করছেন পাইকাররা