Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উষ্ণতার জন্য | ছবি


৩ জানুয়ারি ২০২৫ ০৮:৪০ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ১১:১৪

মাঝ পৌষের সকালে তীব্র শীত কাটাতে আগুনের উত্তাপের চেয়ে ভালো আর কী হতে পারে! রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: সুমিত আহমেদ/ সারাবাংলা

মাঝ পেরিয়ে পৌষের বাতাসে নেমে এসেছে সত্যিকারের শীত। দেশের শীতপ্রবণ উত্তর-পশ্চিম তো বটেই, খোদ রাজধানী ঢাকায় এখন মানুষ রীতিমতো শীতে নাকাল। বৃহস্পতিবারের (২ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি রাজধানীবাসীর হাড় কাঁপানোর জন্য যথেষ্টও বটে।

এমন তীব্র শীতে স্বাভাবিকভাবেই উষ্ণতা পেয়ে সবার গায়েই উঠেছে শীতবস্ত্র। কিন্তু তাতেও কি শীত কমে! তাই খড়কুটোতে আগুন জ্বালিয়ে একটু উত্তাপ খোঁজার চেষ্টা করছেন অনেকেই। শীতের সকালে রাজধানীর মাতুয়াইল ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

পৌষ শীতকাল শীতের সকাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর